স্থলভাগে ঢুকে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। ঘূর্ণিঝড়ের লেজটি ক্যানিং থেকে এখনও ৯০ কিলোমিটার দূরে। রেমালের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল চলছে।
ভারতের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ল্যান্ডফলের এই প্রক্রিয়া আরও দুই ঘণ্টা ধরে চলবে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এই মুহুর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। সোমবারও সেই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে।
মন্তব্য করুন