ভারতে লোকসভা নির্বাচন চলছে। শনিবার (২৫ মে) এ নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪৮ আসনের মধ্যে আটটি আসনে ভোটগ্রহণ চলছে। এগুলো হলো বাকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি ঘাটাল, মোদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এছাড়া উত্তর প্রদেশের ১৪ আসন, হরিয়ানার ১০ আসন, বিহারের আট আসন, ওড়িশার ছয় আসন এবং ঝাড়খণ্ডের চার আসনে ভোট চলছে।
রাজ্য ছাড়াও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে। এরমধ্যে জম্মু এবং কাশ্মীরের একটি আসন এবং দিল্লির সাতটি আসনই রয়েছে। এছাড়া অনন্তনাগ-রাজৌরিতে ৭ মে নির্বাচনের কথা থাকলেও তা পেছানোয় আজ সেখানে নির্বাচন চলছে।
ষষ্ঠ দফায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে উত্তর পূর্ব দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমার রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিজেপির মনোজ তিওয়ারি। নয়াদিল্লিতে সোমনাথ ভারতীয়র সঙ্গে লড়ছেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাশুরি। এছাড়া হরিয়ানায় প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দফায় বিজেপি উত্তরপ্রদেশের সুলতানপুরের বরুণ গান্ধীর বদলে তার মা মেনকাকে প্রার্থী করেছে। এছাড়া আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান আখিলেশের ভাই ধর্মেন্দ্র, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য রাধামোহন সিংহ বিহারের পূর্ব চম্পারণ, ধর্মেন্দ্র প্রধান উড়িশ্যার সম্বলপুরে এবং পুরীতে সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র প্রার্থী হয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এ দফায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন