নতুন বউকে টিপ ও লিপস্টিক পরাতে গিয়ে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদে। খবর সংবাদ প্রতিদিনের।
প্রতিবেদনে বলা হয়, পাত্র মিনারুল শেখ মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা। প্রায় ১১ মাস আগে রঘুনাথগঞ্জের সন্তোষপুরের দেওয়ানপুরের বাসিন্দা জিয়ারুল বিশ্বাসের মেয়ের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বাবার বাড়িতেই ছিলেন ওই বধূ। সোমবার (১৭ জুলাই) ছিল খাওয়াদাওয়ার অনুষ্ঠান। নির্দিষ্ট সময়ে শুরু হয় বউকে সাজানোর কাজ। এ সময় নববধূকে টিপ ও লিপস্টিক পরানো নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে।
বরের বড় বোন বলেন, নববধূকে টিপ ও লিপস্টিক পরানো যাবে না। তবে, সেটি মানতে চাননি পাত্রীপক্ষ। অভিযোগ, সেই সময় বরের বোনকে চড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
বর মিনারুল শেখ বলেছেন, তার বড় বোনকে মারধর করা হয়েছে। তিনিও পালটা আক্রমণ করবেন। তারপরই বউ নিয়ে বাড়িতে যাবেন তিনি। এরপরই দুপক্ষের মারামারিতে বরসহ ৫ জন আহত হন।
মন্তব্য করুন