দুই মাস পার করেছে ফিলিস্তিনের ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে গাজায় ভারতীয় বংশোদ্ভুত এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কমিউনিটি মেম্বাররা জানিয়েছে, চলতি সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধে ওই ভারতীয় বংশোদ্ভুত সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ঘিল দানিয়েলে (৩৪) নিহত হন। তিনি মাস্টার সার্জেন্ট পদমর্যাদার সেনা। ইসরায়েলের সামরিক কবরস্থানে তার নিজে শহর আশদুদে বুধবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গাজায় ওই দিন নিহত দুই সেনার মধ্যে গিল ছিলেন বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে।
ইন্ডিয়ান জুইস হেরিটেজ সেন্টার জানিয়েছে, ভয়ানক এ যুদ্ধে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা সেরা ছেলেমেয়ে যারা ইসরায়েলের পুরো জাতির সম্মানের জন্য লড়াই করতে দাঁড়িয়েছিল। আজ আমরা ইয়েল এবং মাজেলের ছেলে দানিয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর ১০ অক্টোবর গিল রিজার্ভ ফোর্সে নাম লেখান। তার স্মৃতি ধন্য হোক।
ভারতীয় বংশোদ্ভুত ইসরায়েলি এ সেনা হিব্রু বিশ্ববিদ্যায়ের ফার্মাসি স্কুল থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
তার বন্ধু তির্যা লাভি বলেন, অত্যন্ত মেধাবী ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার সাথে একমাস আগে পরিচয় হয়েছিল। তার মৃত্যুতে বিশাল ক্ষতি হয়ে গেল।
গাজায় ইসরায়েলের হামলায় চার শতাধিক সেনা নিহত হয়েছে। এরমথ্যে স্থল অভিযান শুরুর পর নিহত হয়েছেন অন্তত ৮৬ জন। গদ ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।
মন্তব্য করুন