ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে করেছে একটি সন্ত্রাসী সংগঠন। গোষ্ঠীটির বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে গোষ্ঠীটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে কারা রয়েছে, তা নিয়ে এখনো সরকারি স্তরে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানিয়েছে, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই গোষ্ঠীটির আবির্ভাব ঘটে। শুরুতে এটি কেবলমাত্র একটি অনলাইন প্রোপাগান্ডা চালানোর সংগঠন ছিল বলে ধারণা করা হতো। তবে পরে এটি সক্রিয় জঙ্গি নেটওয়ার্কে রূপান্তরিত হয়।
ভারত সরকার ২০২৩ সালে টিআরএফকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। তাদের বিরুদ্ধে যুবকদের জঙ্গি কার্যক্রমে প্ররোচিত করা, অনলাইনে উগ্রবাদী কনটেন্ট প্রচার এবং জম্মু-কাশ্মীরে অস্ত্র চোরাচালানে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।
সরকার জানিয়েছে, টিআরএফের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে হুমিকিস্বরূপ।
সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেন, এটি সম্ভবত লস্করের একটি সহযোগী গোষ্ঠী, যারা নিজেদের কিছুটা আলাদা পরিচয় দেখাতে চাইলেও কার্যত একই উদ্দেশ্যে সক্রিয় রয়েছে। এই ধরনের সংগঠন যখন সীমাবদ্ধতায় পড়ে, তখন এমন হামলার মাধ্যমে তারা তাদের পৃষ্ঠপোষকদের দেখাতে চায় যে তারা এখনো সক্রিয় এবং কার্যক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে সরকারিভাবে কিছু না বলায় পুরো পরিস্থিতি এখনও অস্পষ্ট। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বেসামরিক হামলাগুলোর একটি।
মন্তব্য করুন