কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রথযাত্রার জন্য বন্ধ হলো বিমান চলাচল

রথযাত্রার জন্য বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর। ছবি : সংগৃহীত
রথযাত্রার জন্য বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর। ছবি : সংগৃহীত

আধুনিকতার মাঝেও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়েছে ভারত। দেশটিতে রথযাত্রার জন্য কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিকতার মাঝেও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে দক্ষিণ ভারতে রথযাত্রার জন্য কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) শহরের বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের বার্ষিক ‘পাইনকুনি উৎসবের’ সমাপ্তি উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা। এতে দেবমূর্তি বহনকারী সুসজ্জিত কাঠের রথ বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে। ২ কিলোমিটার দীর্ঘ এই রুটের মধ্যেই পড়ে বিমানবন্দরের রানওয়ে, যেখানে সাধারণত প্রতিদিন ৯০টিরও বেশি উড়োজাহাজ ওঠানামা করে।

শোভাযাত্রার অংশ হিসেবে হাতিও রানওয়ে দিয়ে হেঁটে যায়, যা ভারতের ধর্মীয় আচার-অনুষ্ঠানে খুবই সাধারণ চিত্র। শোভাযাত্রাটি মন্দির থেকে শুরু হয়ে ৬ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্খুমুখম সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। সেখানে পুরোহিতরা দেবমূর্তির স্নান অনুষ্ঠান সম্পন্ন করেন। পরে আবার রানওয়ে অতিক্রম করে মন্দিরে ফেরে মূর্তিগুলো।

১৯৩২ সালে থেকে এই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে। এ সময়ে ত্রাভাঙ্কোর রাজপরিবার এই বিমানবন্দর নির্মাণ করে। আজও শোভাযাত্রার নেতৃত্ব দিয়ে আসছেন রাজপরিবারের প্রধান। বর্তমানে বিমানবন্দরটি পরিচালনা করছে আদানি গ্রুপের অধীনস্থ আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড।

বিবিসি জানিয়েছে, এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিমানবন্দরের সব কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ থাকে — এমন দৃষ্টান্ত বিশ্বে খুবই বিরল। ইন্দোনেশিয়ার বালির ‘নিউ ইয়ার নিপি’ এবং ইসরায়েলের ‘ইয়ম কিপুর’ অনুষ্ঠানেও বিমানবন্দর বন্ধ থাকে। তবে এসময় সরকারি ছুটির কারণে বন্ধ রাখা হয়। কিন্তু রানওয়ে ব্যবহার করে শোভাযাত্রা সেটি কেবলমাত্র তিরুবনন্তপুরমেই দেখা যায়।

মন্দিরের কার্যনির্বাহী কর্মকর্তা মহেশ বালাচন্দ্রন বলেন, শোভাযাত্রাটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলে। এটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও সুরক্ষিত পরিবেশে সম্পন্ন হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই মাস আগেই বিভিন্ন এয়ারলাইন্সকে ফ্লাইট সূচি পরিবর্তনের বিষয়ে অবহিত করেছে। ওই দিন ১০টি ফ্লাইট পুনঃনির্ধারণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নির্বাচিত রাজপরিবারের সদস্য, পুরোহিত, কর্মকর্তারা ও অনুমোদিত ভক্তরা বিশেষ পাস ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নিতে পারেন। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী রানওয়েটি ব্যারিকেড করে এবং পুরো শোভাযাত্রা নজরদারির আওতায় পরিচালনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি 

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড

ইরান-যুক্তরাষ্ট্র / এই বাঘ-বন্দি খেলায় জিতবে কে?

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছাকাছি গিয়ে ভিলার স্বপ্নভঙ্গ

ডর্টমুন্ডের কাছে হারের পরও সেমিতে বার্সা

দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটে ছাত্রলীগ কর্মী নিহত

হাসপাতালে সেবা বন্ধে জনদুর্ভোগ, পরে কর্মবিরতি প্রত্যাহার

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

১১

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

১২

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

১৩

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

১৪

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

১৫

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

১৬

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১৭

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১৮

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১৯

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

২০
X