প্রেমিকাকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক যুবক। বড় একটি স্যুটকেস নিয়ে হোস্টেলে ঢোকার সময় ওই যুবককে আটকায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপর সেই স্যুটকেসের চেইন খুলতেই অবাক হয়ে যায় সবাই। কেননা স্যুটকেসের ভেতর লুকিয়ে ছিলেন এক তরুণী!
ওই ঘটনার ভিডিও লুকিয়ে ধারণ করে সেই যুবকেরই সহপাঠীরা। তাতে দেখা যায়, স্যুটকেসের ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন এক তরুণী। তাৎক্ষণিকভাবে দুজনের সম্পর্ক জানা না গেলেও নেটিজেনদের দাবি তরুণীটি ওই যুবকের প্রেমিকা।
জানা গেছে, ঘটনা ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা রুমের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা কীভাবে ওই তরুণীর স্যুটকেসে লুকিয়ে থাকার কথা জানতে পেরেছিলেন তা জানা যায়নি। তরুণীটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের জন্ম দেওয়া এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানায়। তবে ভাইরাল এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। যদিও পুরো ঘটনায় মজা পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
মন্তব্য করুন