গভীর রাতে রান্নাঘরে শব্দ হচ্ছিল। শব্দ হচ্ছে শুনে পরিবারের সদস্যরা রান্নাঘরে যান। এরপর রান্নাঘরের দরজা খুলেই আঁতকে ওঠেন তারা। দেখেন অন্ধকারে জ্বলজ্বল করছে দুটি চোখ।
টর্চ জ্বালিয়ে তারা সিংহ দেখে রীতিমতো অবাক হয়ে যান। ভয়ে চিৎকার করে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। তবে সিংহটিকে শান্তভাবে দেওয়ালের উপর বসে থাকতে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ভারতের গুজরাটের আমরেলির কোভায়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সিংহটি কাছের কোনো জঙ্গলে ছিল। সম্ভবত সেখান থেকেই পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে সে। ভিডিওটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভয় পেয়েছেন বলেও জানিয়েছেন নেটিজেনরা।
একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন- গভীর রাতে কোনো কিছুর শব্দ শুনলে সতর্কতা অবলম্বন করে আগানো উচিত, তা না হলে যে কোনো সময় বিপদ হতে পারে।
মন্তব্য করুন