কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মোদির খুব খুশির দিন আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অবতরণের সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন থেকে লাইভে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি বলেন, চন্দ্রযান টিমকে আমার শুভেচ্ছা। আমি দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা জানাই। আজকের দিনের এই মুহূর্তের জন্য আমাদের বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। এই বিশেষ মুহূর্তে ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান, আমৃতকালের আহ্বান। আমি ব্রিকস সম্মেলনে আফ্রিকায় অবস্থান করলেও আমার মন দেশবাসীর সঙ্গে রয়েছে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। তবে বিজ্ঞানীদের উৎসাহ দিতে তিনি ইসরোর সরাসরি সম্প্রচারে অংশ নেন। এ সময় তিনি ইতিহাসের সাক্ষী হওয়ায় চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে স্পর্শ করলে জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, এ চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মূলত মানুষের চাঁদে বসবাসের জন্য পানির বিষয়ে অনুসন্ধান চালাবে এটি।

ভারতের এ চন্দ্রযান অবতরণের কয়েকদিন আগে একই মেরুতে রাশিয়ার চন্দ্রযান লুনার-২৫ অবতরণের চেষ্টা করে। তবে এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে ব্যর্থ হয়। এর পরপরই দক্ষিণ মেরুতে ইতিহাস গড়েছে ভারত। গত শনিবার (১৯ আগস্ট) লুনার-২৫ ত্রুটিতে পড়ে। চাঁদে অবতরণের মাধ্যমে দক্ষিণ মেরুর প্রথম ও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।

ভারত এর আগে চন্দ্রযান-২ নামের একটি মিশন চাঁদে পাঠিয়েছিল। তবে ২০১৯ সালে এটি ব্যর্থ এবং চাঁদের পৃষ্ঠে ধ্বংস হয়ে যায়। এর ফলে চন্দ্রযান-৩-এর দিকে এখন সবার নজর ছিল। সফল অবতরণের মাধ্যমে তাদের নতুন ইতিহাস সৃষ্টি হলো।

উল্লেখ্য, চন্দ্রযান-৩ গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এটিতে বিক্রম নামের একটি ল্যান্ডার ও প্রজ্ঞান নামের একটি রোভার রয়েছে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণ করবে। এর আগে গত ৫ আগস্ট এ চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ওই সময়ে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে হতে পারে তীব্র ঝড়

মিয়ানমারে আবারও ভূমিকম্প

নববর্ষ মানেই পান্তা, কিন্তু উপকারিতা কতটা?

ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা

খরায় ঝরে পড়ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা

‘মার্চ ফর গাজা’ অংশগ্রহণ নিয়ে আবেগঘন স্ট্যাটাস মাওলানা সাইফুল্লাহর

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না আতিয়ারের

স্লোভাকিয়ায় অধিক কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে?

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

১০

ডানায় গুলিবিদ্ধ সেই ঈগলটিকে বাঁচানো গেল না

১১

ফের চলছে ‘স্বৈরাচারের মুখাকৃতি’ বানানোর কাজ

১২

চৈত্রসংক্রান্তি আজ

১৩

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

নতুন করে হামলা শুরুর পর গাজায় ৫০০ শিশু নিহত

১৫

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, হুঁশিয়ারি সংকেত

১৭

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, গ্যাস ট্যাবলেট খেলেন স্বামী

১৮

টিভিতে আজকের খেলা

১৯

১৩ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X