রাতের অন্ধকারে একদল মানুষ হাতে যা ছিল তাই দিয়েই মাটি খুঁড়ছেন। আর পাগলের মতো কী যেন খুঁজছেন। এভাবে রাতভর মাটি খুঁড়ে গুপ্তধনের খোঁজ করেছে গ্রামবাসী। ভারতের বলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া চাভা সিনেমার ভাইরাল এক গুজব শুনেই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা। গ্রামবাসীর গুপ্তধন খোঁজার এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গেল মাসে মুক্তি পায় ঐতিহাসিক সিনেমা চাভা। মুঘল সাম্রাজ্যের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ছিল ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর। ইন্ডিয়া টুডের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানাচ্ছে, সেই বুরহানপুরের আসিরগড় দুর্গের কাছে স্বর্ণের মুদ্রা মাটিচাপা দিয়ে রাখা হয়েছে, এমনটা ওই সিনেমায় দেখানো হয়। এরপরই ওই সিনেমা দেখা গ্রামবাসী সেখানে হুমড়ি খেয়ে পড়ে।
হাতুড়ি, চালুনি, টর্চ, মেটাল ডিটেকটর- হাতের কাছে যে যা পেয়েছেন, তাই নিয়ে হাজির হন আসিরগড় দুর্গের কাছে। এরপর রাত ৭টা থেকে ৩টা পর্যন্ত চলে খোঁড়াখুঁড়ি। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে প্রশাসনের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে গিয়ে তারা গর্তের পর গর্ত দেখেন।
এ ঘটনার পর অবৈধ খোঁড়াখুঁড়ির ওপর সতর্কতা জারি করেছে পুলিশ। ওই গুজবের কোনো ভিত্তি না থাকলেও গ্রামবাসী সিনেমায় দেখানো ঘটনাকেই সত্য মনে করেছিল। যদিও ঐতিহাসিক বিভিন্ন তথ্যপ্রমাণ এমন ইঙ্গিত দিচ্ছে যে, বুরহানপুরে সত্যিই স্বর্ণ পুতে রাখা হয়ে থাকতে পারে।
মারাঠা শাসক ও ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সাম্বাজি মহারাজের জীবনী নিয়ে চাভা সিনেমা বানানো হয়েছে। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাভার ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন লক্ষণ উতেকার। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল।
এছাড়া রাশ্মিকা মান্দানা মহারাণী ইয়েশুবাই, অক্ষয় খান্না আওরঙ্গজেব, আশুতোষ রানা সরসেনাপতি হাম্বিরাও মোহিতে, নিল ভুপালাম প্রিন্স আকবরের চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন