ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। বুধবার (০৫ মার্চ) ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম তেলেঙ্গানা টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে মাঝ আকাশে এক নারী শারীরিক জটিলতা দেখা দেয়। ফলে বিমানটি জরুরি অবতরণের জন্য অনুমতি চায়।
তেলেঙ্গানা টুডে জানিয়েছে, ফ্লাইটটি ভোর ৩টা ২৫ মিনিটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআই) অবতরণ করে। এরপর যাত্রীকে দ্রুত বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর ফ্লাইটটি আবার ভোর ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
মন্তব্য করুন