কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প

শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। ছবি : সংগৃহীত
শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও।

ইতোমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে দুটি বিমান ভারতে এসেছে। সর্বশেষ শনিবার রাতে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠান ট্রাম্প। তবে গতবারের মতো এবারও এসব ভারতীয়কে শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না। আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল।

খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমানবোঝাই করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ধারণা করা হচ্ছিল মোদির আমেরিকা সফর করে আসার পর এবার হয়ত এমন অপমানজনক কিছু ঘটবে না। কিন্তু এবারও তাদের একইভাবে ফেরত পাঠানো হলো।

এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্নও উঠেছে ভারতের সংসদে। বিতর্কের আবহেই দুদিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ ভারতীয়দের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল সবার।

সংবাদমাধ্যমটি আরও বলছে, এটি ছিল মোদি সরকারের কূটনীতির জন্য একটি পরীক্ষা। বিরোধীদলগুলোও ছিল এ বিষয়ে সরব। এরমধ্যেই শনিবার রাত সাড়ে ১১টায় আমেরিকান সামরিক বাহিনীর একটি বিমান ভারতীয় নাগরিকদের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। তবে দুঃখের বিষয় হলো, গতবারের মতো এবারও তাদের শিকল পরিয়েই ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজনের মৃত্যু

তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

‘সীমান্তে হত্যা কোনোভাবেই ন্যায্য নয়, একতরফা সিদ্ধান্তে বেড়া স্থাপন’

‘একটা মুনাফেকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত’

বিজিবির বাধার মুখে বাঙ্কার সরিয়ে নিল বিএসএফ

বিয়ের বাজার শেষে ফেরার পথে বর নিহত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম’ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা গ্রেপ্তার

‘সাধুসঙ্গ হওয়া খুব জরুরি, না হলে বিলুপ্ত হয়ে যাবে’ 

১০

শেকৃবিতে শিবিরের প্রকাশনা উৎসব বন্ধের নির্দেশ

১১

ছাত্রলীগ নেতা হাসনাত গ্রেপ্তার

১২

ববিতে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

১৩

‘শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে’

১৪

অপপ্রচার ঠেকাতে ইসির পাশে মার্কিন প্রতিষ্ঠান

১৫

‘এককভাবে কেউই দেশের নিয়ন্ত্রণ করতে পারবেন না’

১৬

রংপুরে নদীকে বিল বানিয়ে ইজারা : বেলার লিগ্যাল নোটিশ

১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ / দুবাইয়ের পিচ কেমন হবে, ভারত-বাংলাদেশ ম্যাচে কারা সুবিধা পাবে?

১৮

নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

১৯

এনসিটিবি’র রাখাল রাহার অপসারণ দাবি ১৫০ আলেমের

২০
X