দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রতি খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও।
এরইমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে একটি বিমান ভারতে এসেছে, শনিবার রাতে আরও একটি বিমান আসতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
খবরে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিদের নিয়ে ভারতে নেমেছিল প্রথম বিমানটি। তবে সেই বিমানে ফেরত পাঠানো ১০৪ ভারতীয় নাগরিকের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়। বিমানের মধ্যে তাদের হাতকড়া এবং পায়ে বেঁড়ি পরিয়ে রাখা হয়েছিল। তাই এবারেও ১১৯ জনকে একইভাবে ফেরানো হবে কি না তা নিয়ে ভারত সরকারের প্রতি প্রশ্ন তুলছে বিরোধীদলগুলো।
শনিবার কংগ্রেস নেতা পি চিদম্বরম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, বিমানে করে যাদের আনা হবে, তাদের হাতে কি হাতকড়া আর পায়ে দড়ি বাঁধা থাকবে? ভারতীয় কূটনীতির জন্য এটা একটা পরীক্ষা।
আনন্দবাজার জানিয়েছে, এবার যে ১১৯জনকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। এছাড়া হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন এবং গুজরাতের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন তা এখনও জানানো হয়নি।
সম্প্রতি আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবৈধ অভিবাসী সমস্যা নিয়েও তার আলোচনা হয়েছে। এরপরেই যখন আরও একটি বিমান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত নিয়ে আসছে তখনই সরব হয়েছে বিরোধী দলগুলো।
মন্তব্য করুন