আমেরিকার বোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়েছে ভারত। আগের ১৫০ শতাংশ থেকে কমিয়ে তা ৫০ শতাংশে নামিয়ে এনেছে নরেন্দ্র মোদির সরকার। ফলে ভারতীয়রা বর্তমানের চেয়ে এক তৃতীয়াংশ কম দামে বিখ্যাত এ হুইস্কি কিনতে পারবেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা আগে রোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। খবর এনডিটিভির।
গত ১৩ ফেব্রুয়ারি দেশটির রাজস্ব দপ্তর বোরবন হুইস্কির ওপর আমদানি শুল্কের ব্যাপক হ্রাসের বিষয়টি সামনে আনে। তবে অন্যান্য সব আমদানিকৃত অ্যালকোহলযুক্ত পানীয়র ক্ষেত্রে আমদানি শুল্ক ব্যাপকই থাকছে।
ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার ২৫ শতাংশ বার্বন হুইস্কি। ২০২৩-২৪ সালে ভারত ২.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বোরবন হুইস্কি আমদানি করেছে। প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র (০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার), সংযুক্ত আরব আমিরাত (০.৫৪ মিলিয়ন মার্কিন ডলার), সিঙ্গাপুর (০.২৮ মিলিয়ন মার্কিন ডলার) এবং ইতালি (০.২৩ মিলিয়ন মার্কিন ডলার)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের শুরুতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতা। আমরা ভারত ও আমেরিকার জন্য কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। ’ ধারণা করা হচ্ছে, ওই আলোচনার প্রাক্কালে কূটনৈতিক তৎপরতায় এ শুল্কছাড় দেয় ভারত।
বোরবন হলো একধরনের আমেরিকান হুইস্কি, যা ভুট্টা দিয়ে তৈরি। হালকা মিষ্টি স্বাদের জন্য পরিচিত হুইস্কিটি অ্যালকোহল পানকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়। পোড়া ওক ব্যারেলে তৈরি বোরবনে কমপক্ষে ৫১ শতাংশ ভুট্টার নির্যাস থাকে। এটিই বোরবনের স্বতন্ত্র স্বাদ দেয়। ঠিক যেমন স্কচ হুইস্কি প্রযুক্তিগতভাবে কেবল স্কটল্যান্ডেই তৈরি করা হয়, তেমনি বোরবন হুইস্কি প্রযুক্তিগতভাবে কেবল যুক্তরাষ্ট্রেই তৈরি করা হয়।
১৯৬৪ সালে মার্কিন কংগ্রেস বোরবনকে যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। এরপর বোরবনের উৎপাদন, বাজারজাত ও রপ্তানিতে মার্কিন প্রশাসন স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার সুবিধা দিয়ে আসছে।
মন্তব্য করুন