ভালোবাসার মানুষের মন জয়ে মানুষ কত কি করে। প্রিয়জনকে চমকে দিতে নানা উপহার পরিকল্পনা করেন। এবার প্রেমিকার মন জয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিক। রীতিমতো বাঘের খাঁচায় নেমে গিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার মন জয় করতে জীবন্ত বাঘের খাঁচায় নেমে গিয়েছেন এক প্রেমিক। ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন কাণ্ড ঘটেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ফেব্রুয়ারি। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক প্রেমিকাকে ইমপ্রেস করতে এমন কাণ্ড ঘটান। তিনি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার নেমে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক খাঁচায় ঢোকার চেষ্টাকালে বাঘও তার ওপর হামলে পড়তে যায়। একপর্যায়ে পা পিছলে প্রায় বাঘের খাঁচায় পড়ছিলেন যুবক। এ সময় কর্মীরা তাকে টেনে তুলে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
Ahmedabad | પ્રેમિકાને ઈમ્પ્રેસ કરવા યુવક ઘુસ્યો વાઘના પાંજરામાં અને પછી કર્યા આવા ધતિંગ Watch Video#Ahmedabad #Kankiryazoo #Tiger #Abpasmita pic.twitter.com/somLfRnyu8 — ABP Asmita (@abpasmitatv) February 10, 2025
মণিনগর থানার পরিদর্শক ডি পি উনাদকাট জানান, প্রেমিকা তাকে ফোনকলে সাহস থাকলে বাঘের খাঁচায় ঢুকে দেখাতে বলেন। এজন্য সাহসের প্রমাণ দিতে তিনি এমন কাণ্ড ঘটান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যুবকটি গাছ বেয়ে বাঘের খাঁচায় ঢুকে পড়েন। বাঘও তাকে দেখে তেড়ে আসতে থাকে। তবে একেবারে নিচে নামার আগেই কর্মীরা তাকে আটকে ফেলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় মণিনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মামলা করেছে। এমন কাণ্ড কেবল যুবকের জন্য নয়, দর্শনার্থীদের জন্যও ভয়ানক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মণিনগর থানার পরিদর্শক ডি পি উনাদকাট বলেন, এ ধরনের কর্মকাণ্ড কেবল উন্মাদনা নয়, আইনের লঙ্ঘন। আমরা দ্রুত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
মন্তব্য করুন