কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও সীমান্তে বেড়া নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্কোন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। বিভিন্ন অপরাধ বন্ধ করার জন্য সীমান্তে বেড়া দেওয়া জরুরি। আমরা মনে করি সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে এখন পর্যন্ত যতগুলো সমঝোতা হয়েছে, বাংলাদেশ এগুলো ইতিবাচকভাবে নিয়ে কার্যকর করবে। মানবপাচার ও গরু পাচারসহ যেসব অপরাধ হয়, তা বন্ধ করে অপরাধমুক্ত একটা সীমান্তে রূপ দিতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে বেড়া দেওয়া ইস্যুতে যে গতিবিধি চলছে, তা দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ীই হচ্ছে। আমাদের কথা হচ্ছে, যে সমঝোতা হয়েছে তা দুই দেশকে মিলেই কার্যকর করতে হবে।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়ে জয়সওয়াল বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে যে গতিবিধি চলছে, বিশেষ করে যা ভারতে প্রভাব ফেলতে পারে, সেসব ইস্যুতে ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে। আর ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনো গতিবিধি হলে তাতেও ভারত কড়া নজর রাখে। এসব ক্ষেত্রে আমাদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নেব।’

১৫ বছরের বেশি সময় পর পাকিস্তানে কোনো সামরিক মহড়ায় বাংলাদেশের কোনো যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এতে ভারতের প্রতিক্রিয়া কী? আর বিজিবি ও বিএসএফের মধ্যকার বৈঠকের ব্যাপারেও জানতে চাওয়া হয়।

এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা প্রতিবারই বলে আসছি, ভারত পারস্পরিক সম্পর্কের ওপর নজর রাখে, বিশেষ করে প্রতিবেশী দেশের ক্ষেত্রে। জাতীয় স্বার্থে আমরা এখনো তা-ই করে যাব। আর বিজিবি এবং বিএসফের মধ্যে বৈঠকের আলাপ চলছে। সময় নির্ধারিত হলে আমরা বিস্তারিত জানাব।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাপারে আমাদের মনোভাব হচ্ছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই। অন্য দেশের (পাকিস্তান) সঙ্গে তাদের সম্পর্কটা তাদের নিজেদের ব্যাপার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী সৌদির কোম্পানি

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের

‘ভারতে পালিয়ে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না’

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

যারা আ.লীগের দোসরদের আশ্রয় দেবে তারা জনগণের শত্রু : অনিন্দ্য ইসলাম অমিত

শহীদ জিয়া ছিলেন কৃষক বান্ধব নেতা : টিএস আইয়ুব 

স্বল্পোন্নত থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

‘ষড়যন্ত্র-মিথ্যাচারে জামায়াত-শিবিরকে আর শেষ করা যাবে না’

জামায়াত শেখ হাসিনার জন্য কলাপাতার গেট তৈরি রেখেছে : গোলাম পরওয়ার 

১০

‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি’ শীর্ষক মতবিনিময়

১১

কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ

১২

আরও দেব রক্ত, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প

১৪

রাজশাহীতে চার শতাধিক মানুষের মাঝে আইইবির শীতবস্ত্র বিতরণ

১৫

দারুল ইহসান ট্রাস্টি মুকুলের মুক্তির দাবিতে মানববন্ধন

১৬

বিএনপি সংস্কার চায় না, এটা ভুল : ব্যারিস্টার অসীম 

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৮

এনপিপিতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি

১৯

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

২০
X