কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আরজি করের মামলার রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সরকারি হাসপাতালে আলোচিত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় রায় দিয়েছেন আদালত। তবে এ রায়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মমতা বলেন, তিনি এখনো ফাঁসির দাবিতে অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন তিনি। এ ছাড়া এ সময় তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ রায়ে তিনি খুশি নন। জয়নগর, ফারাক্কা এবং গুড়াপের ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৩টি ক্ষেত্রেই পুলিশ তদন্ত করেছে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে আদালত তাদের ফাঁসি দিয়েছেন। সেখানে এটি (আরজি কর মামলা) খুব গুরুতর বিষয়।

সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমাদের হাতে থাকলে আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম। আমি জানি না কীভাবে আর কি যুক্তি দিয়েছে সিবিআই। সবটা তারাই করেছে। আমাদের হাত থেকে মামলাটি ইচ্ছা করে কেড়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা নরপিশাচদের চরমতম শাস্তি চেয়েছিলাম। আমি সন্তুষ্ট নই। ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।

উল্লেখ্য, কলকাতার আরজি কর হাসপাতালে গত ৮ আগস্ট মৌমিতা দেবনাথ নামের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। মৃত ওই চিকিৎসক স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কর্তব্যরত ট্রেইনি চিকিৎসকরা প্রতি রাতে হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুমে বিশ্রাম নেন। সেদিন রাতে ফুড ডেলিভারি সংস্থার কাছ থেকে খাবার আনান চেস্ট মেডিসিন বিভাগের ওই চিকিৎসক। সহযোগী অন্যান্য চিকিৎসকের সঙ্গে খাবার ভাগ করে খান তিনি। সেদিন মধ্যরাতে অলিম্পিকে জ্যাভলিন থ্রোর ফাইনালে নেমেছিলেন ভারতের নিরজ চোপড়া। সেই খেলা চিকিৎসকরা সবাই মিলে দেখেন। রাত প্রায় দেড়টা নাগাদ ইভেন্ট শেষ হয়। এরপর ২টার দিকে ঘুমোতে যান ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসক।

পরদিন সকালে সহযোগী এক চিকিৎসক দেখতে পান, সেমিনার রুমে পড়ে রয়েছে চিকিৎসকের মরদেহ। শরীরের নিম্নাঙ্গে কোনো কাপড় নেই। শরীরের ওপরের অংশের পোশাকও ছেঁড়া। পাশে পড়ে রয়েছে তার ভাঙা চশমা। শুক্রবার হাসপাতালেই নিহতের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তেই অনুমান করা হয়, ধর্ষণ শেষে খুন করা হয় ওই নারী চিকিৎসককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ‘ব্লেড বাবু’-কে কুপিয়ে হত্যা

‘জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে’

‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে’

আদালতে টিস্যু পেপারে কাকে চিঠি লিখলেন দীপু মনি?

সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূমের মহাসম্মেলন আগামীকাল

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

জেবিএবির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে নীলগাই, অতঃপর...

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জনপ্রিয় গায়ককে যে শাস্তি দিল ইরান

১০

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

১১

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মানবে না’

১২

মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক 

১৩

ব্যাটারি গলি থেকে সাবেক শ্রমমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার 

১৫

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল ছাত্রদল নেতা জাফর

১৬

‘সাংবাদিকদের ছুটি ২ দিন, ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত’

১৭

মুক্ত তিন ইসরায়েলি পণবন্দির হাতে ‘গিফট ব্যাগ’, কী উপহার দিল হামাস?

১৮

পার্কে ছাত্র-ছাত্রীদের বিয়ে ‘কাঠগড়ায়’ মাতব্বররা

১৯

প্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ প্রদর্শনী অনুষ্ঠিত

২০
X