ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খানের সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বিট্রিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হচ্ছেন। যদিও ৫৪ বছর বয়সী অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং হাতে ছুরিকাঘাত গুরুতর; তবুও যথাসময়ে অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।
সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে তার থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে। ছুরির টুকরো অপসারণের জন্য এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে।
সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাইফের শরীর থেকে ২ থেকে ৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, এটি ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।
ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
এদিকে বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে।
বুধবার সাইফের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে মুম্বাই পুলিশ লক্ষ করে যে, রাত ২টার আগে অন্তত দুই ঘণ্টার মাঝে অভিনেতার বাড়িতে কেউ ঢুকেনি। এমন পরিস্থিতিতে পুলিশের অনুমান, বাড়ির ভেতরের কেউই পুরো ঘটনার সঙ্গে জড়িত। এরই মধ্যে সাইফ আলি খানের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মুম্বাই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, হামলায় অভিযুক্ত সাইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। তবে কীভাবে এবং কখন সে সাইফের বাড়িতে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এই নায়কের ওপর আকস্মিক এমন হামলায় আতঙ্ক বিরাজ করছে গোটা বলিউডজুড়ে। এ ছাড়া শাহরুখ খানসহ অনেকেই তাকে দেখতে গিয়েছিলেন।
মন্তব্য করুন