ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এর পেছনে ২০০২ সালের গুজরাট দাঙ্গার ঘটনা উঠে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার বিষয়টি সামনে আনেন নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার পরিপ্রেক্ষিতে মোদি বলেন, আমি ২০০৫ সালে বলেছিলাম, একদিন ভারতীয় ভিসার জন্য বিশ্ববাসী লাইন দিয়ে দাঁড়াবে। আজ আমি দেখছি, সেই দিন সত্যি হয়ে উঠেছে ।
বিবিসির তথ্য অনুসারে, ২০০২ সালে গুজরাটে ভয়াবহ দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই মুসলিম সংখ্যালঘু। মোদির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেননি।
২০০৫ সালে এই অভিযোগের পর যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে দেয়। পরবর্তী ৯ বছর তাকে আর ভিসা দেওয়া হয়নি। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন সরকার মোদিকে এ-১ ভিসা দেয়। তবে মোদি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
মন্তব্য করুন