শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং

পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাকিস্তানে জন্ম নেওয়া এবং ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী ছিলেন।

মনমোহন সিং ভারতীয় অর্থনীতির এক আলোচিত নাম। তার হাত ধরে বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল। ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যেই উদার অর্থনীতির জনক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। এ সময়ে তিনি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের প্রথম ও একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চকওয়াল জেলার একটি গ্রামে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এরপর দেশভাগের সময় বাবা গুরমুখ সিংহ এবং মা অমৃত কৌরের হাত ধরে অমৃতসরে চলে আসেন তিনি।

মনমোহন ১৯৫২ সালে চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৮৫৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। কথিত আছে যে, ছাত্রজীবনে কোনোদিন দ্বিতীয়স্থান অর্জন করেননি তিনি। এরপর তিনি বিদেশে পাড়ি জমান। ১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি’ফিল ডিগ্রি লাভ করেন তিনি।

ছাত্রজীবন শেষে তিনি ভারতে ফিরে আসেন। দেশে ফিরে ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত সরকারের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ করেন তিনি। এরপর ১৯৬৯ সালে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৯ সালে দিল্লি স্কুল অব ইকনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। ১৯৭৬ সালে কেন্দ্রীয় সরকারের অর্থসচিব হন তিনি। ১৯৮২ সালে তাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর করা হয়। ১৯৮৫ সাল পর্যন্ত এ পদে বগাল ছিলেন মনমোহন। ১৯৮৫-৮৭ পর্যন্ত তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৭ সালে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব হন সাবেক এ প্রধানমন্ত্রী। ১৯৯০ পর্যন্ত জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে এ দায়িত্ব পালন করেন তিনি। এরপর দেশে ফিরে তত্‌কালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হন। ১৯৯১ সালে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হন মনমোহন সিং।

১৯৯১ সালের জুন মাসে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হন। একই বছরে প্রথমবারের মতো রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৪ সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সোনিয়া গান্ধী বিদেশিনী’ বিতর্কের কারণে প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচন করা হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে পুরো সময় ভারতীয় অর্থনীতির পরিবর্তনে ব্যস্ত ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে পুনরায় প্রধানমন্ত্রী হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে ব্লাড প্রেশার মেশিন চুরি, অতঃপর…

সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাস বাতিল

সাংবাদিকদের অব্যাহতি প্রসঙ্গে সময় টিভির নিজস্ব বক্তব্য

সুজুকি মোটরসের সাবেক চেয়ারম্যান মারা গেছেন

স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্স ফেস্ট আয়োজন করছে ছাত্রশিবির

রাজকীয় সংবর্ধনায় বিদায় জানানো হলো ইমামকে

সময় টিভি ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত

‘বিষাক্ত ইনজেকশন দিয়ে মাওলানা সাঈদীকে হত্যা করা হয়েছে’

ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম

‘সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা’

১০

সবার অধিকার সুনিশ্চিত করে এমন সংবিধান চাই : বাসুদেব ধর

১১

করবিন বোশের দুর্দান্ত অভিষেকে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের দাপট

১২

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযান, আটক ২৮

১৩

ঢাবিতে শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর দেবে শিবির

১৪

‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত’

১৫

মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব : মাহমুদ হাসান 

১৬

‘চাকরিবিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

১৭

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১৮

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না : মামুন মাহমুদ

১৯

মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জোনায়েদ সাকি

২০
X