কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : সংগৃহীত
৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে চেতনা হারান মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরি বিভাগে নেওয়া হয়। গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে তৎক্ষণাৎ আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টার পরও তার চেতনা ফেরানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, মনমোহন সিং বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। এর আগে, তিনি বেশ কয়েকটি গুরুতর শারীরিক সমস্যা মোকাবিলা করেছিলেন।

শৈশব ও শিক্ষা

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহ্ গ্রামে এক শিখ পরিবারে জন্ম নেন মনমোহন সিং। বর্তমান পাকিস্তানের অংশ হওয়া সেই গ্রামে শৈশব কাটালেও দেশভাগের পর তার পরিবার ভারতের অমৃতসরে চলে আসে। ছোটবেলায় মাকে হারিয়ে ঠাকুমার কাছে বড় হন তিনি। প্রথমে উর্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে পাঞ্জাবি ও গুরুমুখী ভাষাতেও দক্ষতা অর্জন করেন।

রাজনৈতিক ও পেশাগত জীবন

১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদানের মধ্য দিয়ে মনমোহন সিংয়ের কর্মজীবন শুরু হয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করে এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়।

২০০৪ সালে কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দুই মেয়াদে (২০০৪-২০১৪) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে পৌঁছায়। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প তার শাসনামলের উল্লেখযোগ্য অর্জন।

শেষ অধ্যায়

চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। এর আগে, ২০০৯ সালে তার সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয় এবং ২০২১ সালে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। তবে এসব শারীরিক সমস্যা কাটিয়ে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন।

শোকের ছায়া

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্মরণীয় অবদান

ড. মনমোহন সিং তার সততা, নীতিবোধ এবং দক্ষ নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও কূটনৈতিক সাফল্য দেশের ইতিহাসে নতুন দিক উন্মোচন করেছে।

এই মহান নেতার প্রয়াণে ভারতীয় রাজনীতিতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

টরন্টোয় মিট দ্য হাইকমিশনার / অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি   

হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড, সাবেক বিচারপতি গ্রেপ্তার

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটালেই শাস্তি

মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে মানুষের ঢল

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী কাবেরীর

দেশের জনগণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় : আলী রীয়াজ

‘নাশকতা নাকি দুর্ঘটনা বলার মতো সময় হয়নি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি’

সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

১০

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে: প্রধান উপদেষ্টা

১১

চার কৌশলে ফিরতে পারে ‘প্রাক্তন’

১২

শীতের বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা

১৩

পুলিশ শুধু গুলিই করেনি, মৃত সন্তানের শরীরেও লাথি মেরেছিল : শহীদ মেহেদীর বাবা

১৪

কনকনে শীতে বিপাকে দিনাজপুরের মানুষ

১৫

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

১৬

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা

১৭

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ 

১৮

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পাবনায় সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

২০
X