হেলিকপ্টার দুর্ঘটনায় ২০২১ সালে ভারতের সাবেক সেনাপ্রধান ও প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হন। তার এ দুর্ঘটনার বিষয়ে লোকসভায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রতিরক্ষা বিভাগের স্ট্যান্ডিং কমিটি। এতে দুর্ঘটনার কারণ তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ৮ ডিসেম্বর এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাবেক সেনাপ্রধান ও তার স্ত্রীসহ ১২ জন নিহত হন। তামিলনাড়ুর কুন্নুর এলাকায় দুর্ঘটনায় পড়েন তারা। পাইলটের ভুলের (হিউম্যান এরর) কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
প্রতিরক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে ৩৪টি বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৬টি দুর্ঘটনার কারণ হিসেবে মানুষের ভুলকে (হিউম্যান এরর) চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো সাবেক সেনাপ্রধানের এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারের দুর্ঘটনা।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনও যান্ত্রিক গোলযোগ বা অন্তর্ঘাত নয়, পাইলটের ভুলের কারণে দেশটির প্রথম সেনাপ্রধান নিহত হয়েছিলেন। তদন্তকর্মকর্তারা বিমানের ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণ হলো আচমকাই আবহাওয়ার অবনতি। যার ফলে হেলিকপ্টারটি মেঘের ভেতরে চলে যায়। এ জন্য পরিস্থিতির কিছুই আঁচ করতে পারেননি পাইলটরা। তাদের স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন অর্থাৎ স্থানিক বিভ্রান্তি সৃষ্টি হওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ ডিসেম্বর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সাবেক সেনাপ্রধান। সুলুরের ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি থেকে এটি ১১টা ৫০ মিনিটে উড্ডয়ন করে। এরপর গন্তব্য থেকে মাত্র ১০ কিলোমিটার আগে এটি বিধ্বস্ত হয়। এতে বিমানের একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং বেঁচে যান।
মন্তব্য করুন