কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে তৈরি করা হচ্ছে লোহার সুড়ঙ্গ। সুড়ঙ্গকে সুরক্ষা করতেই না কি এমন উদ্যোগ। মেট্রো চলাচলে যেন কোনো সমস্যা না হয়, তাই কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে সঠিক আকৃতির আরেকটা লোহার সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে লোহার পাতের এই সুড়ঙ্গটি দেখা গেছে কলকাতার বউবাজার এলাকায়।
এক সুড়ঙ্গ থেকে পাশের সুড়ঙ্গতে যাওয়ার রাস্তায় এই লোহার রিং দেওয়া হচ্ছে। একটি টানেল ১০৮ মিটার, অপর টানেল ৯২ মিটার। দুই টানেলকে সংযোগ করার জন্যই বানানো হচ্ছে এই সুড়ঙ্গ। দুটি সুড়ঙ্গই লোহার পাত দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। যার বাইরের দিকে রয়েছে কংক্রিটের সুড়ঙ্গ।
২০১৯ সালে সুড়ঙ্গটি নির্মাণ করার পর থেকে গত পাঁচ বছরে একাধিকবার এই সুরঙ্গ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মেট্রোকে। মেট্রো চলাচলে নিমির্ত সুড়ঙ্গে ঢুকে পড়ছে পানি। ফলে ব্যাঘাত হচ্ছে মেট্রো চলাচল। মাটির ভেতর থেকে পানি বেরিয়ে এসে, মাটি বসে গিয়ে বহুবার বাড়িতে ধরেছে ফাটল। ঘটেছে একাধিক দুর্ঘটনাও।
২০১৯ সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন আচমকাই নেমে এসেছিল বিপর্যয়। সুড়ঙ্গে বালি এবং পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার অনেক বাড়ির ভিত।
সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হলেও, বিপত্তি তৈরি হয় এক সুড়ঙ্গ থেকে পাশের সুড়ঙ্গতে যাওয়ার রাস্তা বানাতে গিয়ে যাকে বলা হয় ক্রস প্যাসেজ। সেই কাজ করতে গিয়েও, পুনরায় পানি বেরিয়ে আসে।
এর আগে প্রায় দুবছর আগে বউবাজার এলাকায় মেট্রোরেলের সুড়ঙ্গে সমস্যা দেখা দেওয়ায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছিল। সেই সময়ও মেট্রো কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সুড়ঙ্গের মেরামতির কাজ করা হয়েছিল। তবে নতুন করে আবারও এই ধরনের ঘটনা ঘটায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তাই এবার বাড়তি সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ কেএমআরসিএলের। সুড়ঙ্গের নির্দিষ্ট জায়গায় আধ ইঞ্চি পুরু ধাতব ইস্পাতের লোহার চাদর বসানো হচ্ছে।
মন্তব্য করুন