মন্দিরের এক হাতির ভাস্কর্য থেকে পানি পড়ছিল। আর তাকেই ভক্তরা অমৃত ভেবে বসলেন। পবিত্র পানীয় মনে করে পান করলেন সেই পানীয়। বিশাল লাইনে একে একে সব ভক্তরাই ভিড় জমাতে শুরু করেন সেই চরণ অমৃত ভাবা পানীয়কে।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের একটি মন্দিরে। সোমবার (০৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভি।
জানা যায়, মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করেন এবং বিশ্বাস করেন তা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি! আসলে তা এসি থেকে বের হওয়া পানি। এই পানি পান করার ভিডিও ইতোমধ্যেই ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, বহু সংখ্যক ভক্ত দেওয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। অন্যরা আবার ‘পবিত্র এই পানির’ কয়েক ফোঁটা পেতে তাদের হাতের তালুকেই কাপের মতো ব্যবহার করছেন। তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি এই সতর্কতা দেওয়ার পরও বেশ কিছু মন্দির-যাত্রীকে ওই পানি পান করতে দেখা যায়। আবার অনেকেই এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়।
এদিকে এই ভিডিওটি নজরে আসার পর এ বিষয়ে সতর্কতাও উচ্চারণ করেছেন একজন লিভার চিকিৎসক। তিনি এ সময় বেশকিছু ক্ষতিকর দিক তুলে ধরেন।
মন্তব্য করুন