কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় নিহত ৭

ভারতীয় পুলিশের টহল। ছবি : সংগৃহীত
ভারতীয় পুলিশের টহল। ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। কৌশলগত একটি টানেল প্রজেক্টে এ হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার একটি সরকারি সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণ প্রকল্পে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ছয়জন নির্মাণ শ্রমিক ও একজন চিকিৎসক নিহত হন।

সোমবার ভারতীয় পুলিশ এ ঘটনায় স্থানীয় বিদ্রোহীদের অভিযুক্ত এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। সোনামার্গের রিসোর্ট শহরের কাছে গগনগিরে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে কমপক্ষে দুজন হামলাকারী নির্মাণ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তা ও শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে আরও পাঁচজন মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা কাজ শেষে ক্যাম্পে ফেরার পরপরই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচজন অভিবাসী শ্রমিক ও কর্মকর্তা, একজন কাশ্মীরি কর্মী এবং একজন কাশ্মীরি চিকিৎসক রয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সশস্ত্র বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে হামলার নিন্দা জানিয়েছেন এবং একে জঘন্য ও কাপুরুষিত হামলা বলে অভিহিত করেছেন। এ ছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা দায়ী তাদের কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।

ভারতের কৌশলগত এ টানেল প্রকল্পে শত শত শ্রমিক কাজ করছেন। যাদের বেশিরভাগ ভারতের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এটি কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে সংযুক্ত করব।এলাকাটি তুষারপাতের কারণে বছরের অর্ধেকের বেশি সময় বিচ্ছিন্ন থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, টানেল প্রকল্পটি সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, যা লাদাখে কাজ করার জন্য উল্লেখযোগ্যভাবে উন্নত ক্ষমতা অর্জন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চীনের সামনে শক্তি প্রদর্শন করল তিন দেশ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক 

ব্যাংক থেকে বের হতেই ঋণের টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

মেসি কি পারবে মায়ামিকে এমএলএস কাপ জেতাতে?

চাইনিজ কমার্শিয়াল স্যাটেলাইট ডেটা ব্যবহারের সুযোগ পেল জবি

আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক : মানবাধিকার কমিশন

ইইউর সদস্য হতে যাচ্ছে আরেক দেশ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অস্ট্রেলিয়ায় গিয়ে সিনেটরের কাছে বিব্রত ব্রিটিশ রাজা চার্লস

১০

গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানে ট্রাইব্যুনালে অভিযোগ ছাত্রশিবিরের

১১

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ শুরু

১২

কখন-কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’

১৩

ঢাবিতে ১৫ জুলাই ছাত্রলীগের হামলা / শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৯১ জনের নামে মামলা

১৪

লেবানন থেকে প্রথম ধাপে ফিরলেন ৫৪ বাংলাদেশি

১৫

অনেকে খারাপ খেলেও ট্রল হতে হতে স্টার হয়ে যায় : তাইজুল

১৬

‘মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে’ 

১৭

এখন থেকে একদিন রেপোতে ধার নিতে পারবে ব্যাংকগুলো

১৮

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

১৯

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

২০
X