ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আখ উন্নয়নবিষয়কমন্ত্রী সঞ্জয় সিং গাংওয়ার এক অভিনব দাবি করে বলেছেন, যদি কোনো ক্যানসারের রোগী গরুর গোয়ালঘর পরিষ্কার করেন এবং সেখানে শুয়ে থাকেন, তাহলে ক্যানসারও সেরে যেতে পারে। গরুর সেবাযত্ন করলে ১০ দিনের মধ্যে উচ্চ রক্তচাপের রোগীরা ওষুধ গ্রহণ অর্ধেকে কমিয়ে আনতে পারবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) উত্তর প্রদেশে নিজের নির্বাচনী এলাকা পিলিভিত শহরে একটি গোশালার উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন সঞ্জয় সিং।
অনুষ্ঠানে সঞ্জয় সিং বলেন, যদি উচ্চ রক্তচাপের রোগীরা গরুর যত্ন নেন এবং প্রতিদিন গরুর পিঠে হাত বুলিয়ে আদর করেন, তাহলে তাদের ওষুধের পরিমাণ ১০ দিনের মধ্যে অর্ধেকে নেমে আসবে। এটি একটি পরীক্ষিত পদ্ধতি এবং কার্যকর ফলাফল প্রদান করে। মন্ত্রীর মতে, গরুর সেবাযত্ন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
বিজেপির এ মন্ত্রী আরও বলেন, গোয়ালঘর পরিষ্কার করলে এবং সেখানে শুয়ে থাকলে ক্যানসারও সেরে যেতে পারে। এমনকি গোবরের আগুনের ধোঁয়া মশা তাড়াতে সাহায্য করে। তাই গরুর সঙ্গে সম্পর্কিত সবকিছুই কোনো না কোনোভাবে উপকারী।
উত্তর প্রদেশের এ মন্ত্রী জনগণকে তাদের বিয়েবার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান গরুর গোয়ালঘরে উদযাপন করার আহ্বানও জানিয়েছেন।
মন্ত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এ মন্তব্যকে হাস্যকর এবং অবৈজ্ঞানিক বলে মনে করেছেন। তবে বিজেপি নেতাদের গরু, গোবর এবং গরুর মূত্র নিয়ে মন্তব্য করা নতুন কিছু নয়। তারা মাঝেমধ্যেই এমন বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেন।
উল্লেখ্য, চিকিৎসা বিজ্ঞানীরা ক্যানসার নিরাময়ের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেন। তাই বিজেপি মন্ত্রীর এ দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে, মন্ত্রী তার ব্যক্তিগত বিশ্বাস থেকে এই মন্তব্য করেছেন এবং এটি তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলে দাবি করেছেন।
মন্তব্য করুন