ভারতের মুম্বাইয়ে একটি ভবনে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে তিনজন শিশু। রোববার (৬ অক্টোবর) সকালে শহরটির একটি দোতলা দোকান-কাম-আবাসিক ভবনে আগুন লাগে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ২০ মিনিটে চেম্বার এলাকার সিদ্ধার্থ কলোনিতে আগুন লাগার খবর আসে। ভবনটির নিচতলা দোকান হিসেবে এবং উপরের তলা আবাসন হিসেবে ব্যবহৃত হতো।
নিচতলায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা ওপরের তলায় তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়। আহত উদ্ধার করে রাজাওয়াদি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাতজনকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে সকাল ৯ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর আগুন লাগার ঘটনা তদন্ত শুরু করে বিভিন্ন সংস্থা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এর পেছনে কারও গাফিলতি থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন