দীর্ঘ এক দশক পর ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এক দশক পর অঞ্চলের বাসিন্দারা প্রথম কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক দশক পর জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে গত ১০ বছরে উপত্যাকার রাজনীতিতে অনেককিছু পাল্টে গেছে।
এদিকে নির্বাচনে ভোটদানের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সবাইকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।
নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে। বিগত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বারবার জঙ্গি হামলা হয়েছে। বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা সাজিয়েছে প্রশাসন। সশস্ত্র আধা সামরিক বাহিনী (সিএপিএফ) থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পুলিশ— নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে বহু স্তরে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় মোট ভোটার রয়েছেন ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ জন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর তারা। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় কমিশন। এজন্য একাধিক পদক্ষেপও নিয়েছে কমিশন এবং পুলিশ।
আনন্দবাজার জানিয়েছে, জম্মু-কাশ্মীরে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় মোট ২৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জম্মুতে আটটি এবং কাশ্মীরে ১৬ আসন রয়েছে।
প্রথম দফায় ২১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন কুলগামের সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ এবং ডুরুতে কংগ্রেস প্রার্থী গুলাম আহমেদ মির। এ ছাড়াও ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতু, পিডিপির সারতাজ মাদনি, ইলতিজা মুফতিসহ আরও অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর অঞ্চলে দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ সেপ্টেম্বর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া আগামী ৮ অক্টোবর ভোট গণনা করা হবে।
মন্তব্য করুন