কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিমান মহড়ায় অংশ নেবে বাংলাদেশ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে শুরু হয়েছে সেদেশের প্রথম বড় ধরনের বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-এর দ্বিতীয় পর্ব। গত ২৯ আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপানসহ আরও কয়েকটি দেশ এতে অংশগ্রহণ করছে। অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশেরও।

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ পণ্যবাহী বিমান ওই মহড়ায় অংশ নেবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে মহড়ায় অংশ নেওয়া থেকে পিছু হটেছে ঢাকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া—তরঙ্গ শক্তি—এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের সি-১৩০ পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে বাংলাদেশ। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে ঢাকা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ওই প্রতিবেদনে দ্য প্রিন্ট দাবি করেছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসাবে তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।

সূত্রগুলো দ্য প্রিন্টকে আরও জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কা দুটি বি-২০০ সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না।

ভারতে দুই দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা হয়েছে গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত। তাতে অংশ নেয় বাংলাদেশ বিমানবাহিনী। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশ আর এই মহড়ায় যোগ দেবে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশের শাসন ক্ষমতায় পালাবদলের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। তার ওপর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল উঠেছে। ধারণা করা হচ্ছে, হয়ত উদ্ভুত পরিস্থিতির কারনেই ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ।

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হওয়া দ্বিতীয় দফার এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, জাপানসহ আরও কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মিরপুর থেকে সরে গেল এনসিএল

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

জন্মস্থান সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না : জেএসডি 

ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

আন্দোলনে নিহত শ্রমিক দল নেতার মরদেহ কবর থেকে উত্তোলন

কাবাডি বিতর্কের মূলে ‘৮ কোটি’!

আ.লীগের ‘গুজব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানববন্ধন

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন কালবেলার জাকির হোসেন

চীন সফরে গেলেন জামায়াতসহ কয়েকটি ইসলামি দলের নেতারা

১০

চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১১

পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে কিশোরী, বিয়ে ভাঙল প্রশাসন

১২

১৫ বছর পর সিলেটের রাজপথ দখলে নিল ছাত্রশিবির

১৩

আইইবি’র কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা স্থগিত

১৪

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারীর পরিচয়

১৫

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে নগদ টাকাসহ বিপুল স্বর্ণালংকার লুট

১৬

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তাঁতী দলের

১৭

শিপিং ব্যবসা লাভজনক, ফলে আরও জাহাজ কিনবে বিএসসি

১৮

আ.লীগ নেতার পোষ্যপুত্র চোরাকারবারি আলফা কারাগারে

১৯

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি ঐক্য পরিষদের

২০
X