কলেজের অনুষ্ঠানে নেচে ভাইরাল হয়েছেন এক শিক্ষিকা। ‘কালা চশমা’ গানের তালে তার নাচার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ সংক্রান্ত একটি ভিডিওর ভিউ এক কোটি ছাড়িয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের কেরেলার। ওই শিক্ষকের নাম অরুণিমা দেবাশিস। তিনি এর্নাকুলামের সেন্ট টেরেসা কলেজে অধ্যাপনা করেন। সম্প্রতি কলেজের এক অনুষ্ঠান চলাকালীন অন্যদের সঙ্গে মঞ্চে উঠে ‘কালা চশমা’ গানে নাচেন। তিনি অনেকটা উচ্ছৃঙ্খল ভঙ্গিতে নাচেন। এ সময় তার শিক্ষার্থীরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, অরুণিমার পরনে জমকালো কালো শাড়ি। চুল টেনে বাঁধা। কোমরে আঁচল গুঁজে খালি পায়েই তিনি মঞ্চে নাচছেন। তার সঙ্গে তাল মেলাচ্ছেন অনেকে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ইনস্টাগ্রামের ওই পোস্টে বিভিন্ন মন্তব্য করছেন। তাদের বেশির ভাগ ওই শিক্ষকের প্রশংসা করছেন। বলছেন, শিক্ষার্থী থাকাকালীন তারা এমন শিক্ষক পাননি। বর্তমান শিক্ষার্থীরা বন্ধুসুলভ শিক্ষক পেয়ে ভাগ্যবান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন