কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত

বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত
বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত। ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তচ্যুত হয়েছে লাখো মানুষ। অন্তঃসত্ত্বাসহ প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।

অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা। কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে দাবি করা হয়, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে, এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি। কারণ, এটি সঠিক নয়।

বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েক দিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।

বিবৃতিতে বলা হয়, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি ১২০ কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পায়।

বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত ২১ আগস্ট থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ভারি প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী, ২১ আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এ দিন ভারত সময় সন্ধ্যা ৬টায় বন্যার কারণে বিদ্যুৎবিভ্রাট হয়েছে। যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয়পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

এর আগে বুধবারই ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ত্রিপুরায় কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর দেওয়া হয়। এতে বলা হয়, সতর্কতা জারি করা হয়েছে গোমতি নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য। ভারি বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় ফলে খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট। সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। আর সেই কারণেই পানি ঢুকছে বাংলাদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আনিসুল হকের বান্ধবী তৌফিকার ব্যাংকের ৪৩ কোটি টাকা ফ্রিজ

পরাজয়ের পর বেতন বৃদ্ধির প্রশ্নে ক্ষুব্ধ শান্ত

এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ

পারভেজ হত্যা : দুই তরুণীকে খুঁজে বের করতে বললেন বিচারক

ইসলামী আন্দোলনের যৌথসভা / জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

চার শিক্ষাপ্রতিষ্ঠানে ঘণ্টা বাজাল প্রতিবন্ধী শিশুরা

পাবনায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

১০

১০ বছরের সঞ্চয়ে ফেরারি গাড়ি, এক ঘণ্টা চালাতেই বিস্ফোরণ

১১

৩ দফা দাবিতে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন 

১২

অফিসে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ

১৩

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

১৪

কানাডায় অভিবাসীদের ভবিষ্যৎ কী অনিশ্চিত?

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় / ভিসির অনুমোদনের পরেও তথ্য পান না সাংবাদিকরা!

১৬

হৃদয়ের নিষেধাজ্ঞা ফিরছে, শরফুদ্দৌলাও ফিরিয়ে নিয়েছেন পদত্যাগপত্র!

১৭

রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে: রিজওয়ানা হাসান

১৮

বিচ্ছেদের গল্পে একসঙ্গে ইয়ামি-হাশমি

১৯

সৌন্দর্যে ঠাসা সিলেট স্টেডিয়াম কি বাংলাদেশের জন্য অভিশাপ?

২০
X