ভারতীয় এক বিমানে একজন নারীকে যৌন হয়রানির অভিযোগে ৪৭ বছর বয়সি এক অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ জুলাই) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ কর্মকর্তারা জানান, গত বুধবার এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সি ওই নারী এবং ওই অধ্যাপক বিমানে পাশাপাশি সিটে ছিলেন। বিমানটি দিল্লি থেকে সকাল সাড়ে ৫টার দিকে উড্ডয়ন করে। এরপর সেটি মুম্বাইয়ে অবতরণের কিছুক্ষণ আগে ওই ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
আরও পড়ুন : বিমান হালকা করতে নামানো হলো ১৯ যাত্রীকে
ওই নারী অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের অবহিত করলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিমানটি মুম্বাইয়ে অবতরণ করলে তিনি সাহার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পরে অভিযুক্তকে আদলতে হাজির করা হলে আদালত তাকে জামিন দেন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন