অফিসের কাজ সেরে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বিনোদ। হঠাৎ দ্রুত গতির একটি বিএমডব্লিউ গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয়ে এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাণ হারান বিনোদ।
বেপরোয়া গাড়ি চালাচলে প্রাণ হারিয়েছেন ওই যুবক। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের ওরলির সড়কে। এ ঘটনায় গাড়ি চালক পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাই দুর্ঘটনাটি ঘটে। বিনোদ লাড নামে এক যুবককে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিলেন বিএমডব্লিউ গাড়ির চালক। দুর্ঘটনার পর এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর গত ২৭ জুলাই মৃত্যু হয় ওই যুবকের।
সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত কিরণ ইন্দুলকর নামে ওই বিএমডব্লিউয়ের চালককে গ্রেপ্তারও করেছে পুলিশ।
উল্লেখ্য, জুলাই মাসে এই নিয়ে তৃতীয় বার গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগ উঠে এল মুম্বাই শহর থেকে।
প্রথম ঘটনাটি ঘটেছিল ৭ জুলাই। ওরলিতেই একটি বিএমডাব্লিউয়ের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক নারীর। দ্বিতীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল ২২ জুলাই। দ্রুত গতির একটি অডি ধাক্কা মেরেছিল দু’টি অটোকে। দুর্ঘটনায় দুই অটো রিকশারই চালক ও দুই যাত্রী আহত হয়েছিলেন।
মন্তব্য করুন