কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ছেলের কারণে দলীয় পদ হারালেন বাবা

ছেলের অপরাধে পদ হারানো বাবা। ছবি : সংগৃহীত
ছেলের অপরাধে পদ হারানো বাবা। ছবি : সংগৃহীত

কথায় আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। সম্প্রতি বাংলাদেশে এমনই কিছু ঘটনায়, বাবা-ছেলে, ছেলে-বাবা আলোচিত হয়েছেন। কিছুদিন আগে দেশে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে একজন ড্রাইভারসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। এরপরই আবারও আলোচনায় বাবা-ছেলের সম্পর্ক। এবার ছেলের কুকীর্তির কারণে দলীয় পদ থেকে বহিষ্কার হয়েছে এক বাবা।

মাতাল হয়ে দামি বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিল ছেলে মিহির। পরে মদ্যপ অবস্থায় চলন্ত একটি স্কুটিকে ধাক্কা দেন তিনি। এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। আহত হন ওই নারীর স্বামী। এ ঘটনায় মিহিরকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের অপরাধে গ্রেপ্তার হন বাবাও। তবে শুধু গ্রেপ্তারই নয়, এবার দল থেকে বহিষ্কার করা হলো তাকে।

এনডিটিভি জানিয়েছে, রোববার ভারতের মুম্বাইয়ে শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। এরপর পর বাবা-ছেলে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার চারদিন পর রাজেশের দলীয় পদ স্থগিত করে শিবসেনা। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, ঘটনার পর রাজেশকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত। ইতোমধ্যে তার ছেলে বিএমডব্লিউকাণ্ডের মূল অভিযুক্ত মিহির আটকা পড়েছে পুলিশের জালে। রাজেশ মূলত মহারাষ্ট্রের পালঘর জেলার নেতা ছিলেন। কিন্তু ছেলের কুকীর্তির কারণে বুধবার সেই পদ হারালেন তিনি। তবে ছেলে শুধু বাবাকেই ডোবাননি। মিহিরের কারণে তার মা ও বোনকেও গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছে, দুর্ঘটনার বিষয়টি জানার পরও ছেলেকে বাঁচাতে নানা কৌশল অবলম্বন করেন রাজেশ। দীর্ঘসময় ছেলের সঙ্গে ফোনালাপও করেন তিনি। ঘটনার পরপরই চালকের সঙ্গে আসন পাল্টে নিতে ছেলেকে পরামর্শ দেন রাজেশ। যাতে সব দোষ চালকের ওপর গিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে চুল-দাড়ি কামিয়ে ফেলেছিলেন মিহির। তবুও শেষ রক্ষা হয়নি।

গাড়ির ধাক্কায় নারীর মৃত্যুর পর তদন্তে নামে পুলিশ। তবে অসহযোগিতার অভিযোগে রাজেশ এবং ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, যে বিএমডব্লিউ গাড়িটি মিহির চালাচ্ছিলেন, সেটি রাজেশের নামেই নিবন্ধিত ছিল। নিজ দলের নেতার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর অস্বস্তিতে পড়ে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল। এ কারণেই ঘটনার চারদিনের মাথায় তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

০৬ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রকাশ্যে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে

০৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

তুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুবলীগের সহ-সভাপতি

‘নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো’

১০

সিরাজদিখানে বিএনপি নেতা আব্দুল্লাহ'র ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়

১১

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

১২

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

১৩

‘বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান'

১৪

সাভারে চলন্ত বাসে আগুন

১৫

আ.লীগ নেতাদের হামলায় যুবদল নেতা মিরান নিহত

১৬

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর : এনসিপি নেতা শিশির

১৭

বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও

১৮

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে

১৯

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

২০
X