পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরবর্তী প্রধান হচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। জোটের বর্তমান মহাসচিব জেনারেল স্টলটেনবার্ জেনারেল স্টলটেনবার্গের মেয়াদ শেষ হলে তিনি এ পদে অধিষ্ঠিত হবেন। শুক্রবার (২১ জুন) ডয়েচে ভেলেও এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর বর্তমান প্রধান জেনারেল স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। এরপর রুটে জোটের প্রধান হবেন। শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেদারল্যাান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ২০২৩ সালের জুলাইয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ ১৩ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন রুটে।
অভিবাসীদের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ ওঠে রুটের বিরুদ্ধে। এরপর তিনি অবসরের ঘোষণা দেন। ফলে দেশটির চারদলীয় জোট ভেঙে যায়। এরপর নির্বাচনে দক্ষিণপন্থিরা সবচেয়ে বেশি আসন পায় এবং রুটে নিজের রাজীনতিক জীবনে সবচেয়ে বড় পরজায়ের মুখে পড়েন। এরপর থেকে নেদারল্যান্ডসের কার্যকরী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রুটে।
অবসরের পরিকল্পনা বাতিল
২০২৩ সালে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও ওই বছরই তিনি ন্যাটোর শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর জোটের সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে দেখা করতে শুরু করেন তিনি। দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার কারণে সদস্য দেশগুলোর কাছ থেকে খুব সহজেই সমর্থন আদায় করে নেন রুটে।
ইউক্রেনের একান্ত সমর্থক হওয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন খুব সহজে পেয়েছেন রুটে। আর যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ায় বাকি দেশগুলোও তার পক্ষ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সমর্থন সহজে পেলেও হাঙ্গেরির সমর্থন পেতে কিছুটা বেগ পেতে হয় রুটের। দেশটির প্রধানমন্ত্রী অরবানের সঙ্গে সম্পর্ক তেমন ভালো না হওয়ায় হাঙ্গেরিকে ন্যাটোর সীমার বাইরে ইউক্রেনকে সাহায্য করার প্রয়োজন হবে না এমন প্রতিশ্রুতি দিয়ে সমর্থন পেয়েছেন তিনি।
রুটে ব্যক্তিজীবনে খুব শৌখিন মানুষ। সাইকেলে করে অফিসে যাওয়ার সুনাম রয়েছে তার। রসিকতাবোধও তার স্বভাবের একটি লক্ষ্যণীয় দিক। এছাড়া হেগ সেন্ট্রাল স্টেশনে পিয়ানোও বাজানোর অভ্যাস রয়েছে তার।
মন্তব্য করুন