ইউক্রেনের সঙ্গে করা কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে কয়েক দিন আগে বেরিয়ে যায় ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। তবে এ চুক্তিতে ফেরার কথা জানিয়ে সাত দফা দাবির কথা জানিয়েছে রাশিয়া। এসব দাবি মেনে নিলেই শস্যচুক্তিতে ফেরবে দেশটি। খবর পার্সটুডে।
গত শুক্রবার (২১ জুলাই) জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানাস্কি এসব শর্তের কথা জানান। তিনি বলেন, ‘শস্যচুক্তিতে রাশিয়া ফিরতে প্রস্তুত। তবে বহুদিন ধরে রাশিয়া যেসব দাবি করে আসছে তা পূরণ করতে হবে।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দিমিত্রি পলিয়ানাস্কি জানান, ইউক্রেন খাদ্যশস্য রপ্তানির সুযোগ পেলে রাশিয়াকেও কৃষিপণ্য রপ্তানির সুযোগ দিতে হবে। আর এ দাবি মস্কো দীর্ঘদিন ধরেই করে আসছে। ফলে শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ায় যেন কেউ বিস্মিত না হয়।
আরও পড়ুন : তুরস্কের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন
তিনি আরও জানান, এই চুক্তির গুরুত্ব রাশিয়া বুঝে। এ জন্য এই চুক্তিতে তারা ফিরতে চান। তবে তাদের শর্ত পূরণ না হলে তা সম্ভব না।
এ সময় রাশিয়ার দাবিগুলো তুলে ধরেন দিমিত্রি পলিয়ানাস্কি। তাদের দাবির মধ্যে রয়েছে, রাশিয়ার সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে; আর্থিক লেনদেনের জন্য রাশিয়াকে সুইফট সিস্টেমে যুক্ত করতে হবে; কৃষিখাতসম্পর্কিত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং সার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার; কৃষিপণ্য ও যন্ত্রপাতি কিংবা সার রপ্তানির কাজে ব্যবহৃত সব ধরনের জাহাজকেও নিষেধাজ্ঞার বাইরে রাখতে হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে বছরব্যাপী শস্যরপ্তানি চুক্তি হয়। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া।
মন্তব্য করুন