প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবারে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ বছরও প্রতিষ্ঠানটি আজ বিজয়ীদের নাম ঘোষণা করবে। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার কথা রয়েছে।
সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে এক দুঃসংবাদ দিয়েছে সংবাদমাধ্যম। সুইডেনের সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার এক প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। তারা বলছে, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে।
প্রতিবেদনে অভিযোগ করা করা হয়েছে, পুরস্কার ঘোষণাকারী সংস্থার এক ইমেইলের মাধ্যমে রসায়নে বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে। যেখানে বলা হয়েছে, কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
বিজয়ীদের নাম ঘোষণা করা কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, এটা রয়েল সুইডশ একাডেমির ভুল। আমাদের বৈঠক গ্রিনিচ মান সময় সাড়ে ৭টা বাজে শুরু হবে। ফলে এখনো বিজয়ীদের নাম ঘোষণা করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, গ্রিনিচ মান সময় ৯টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সুইডেনের অপর এক সংবাদমাধ্যম ডেইলি আফটোনব্লাডেট ফাঁস হওয়া ইমেইলের একটি কপিও প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে রসায়নে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন বলে জানানো হয়েছে। তারা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।
এদের মধ্যে বাওয়েন্দি ম্যাসাসুয়েটস ইনিস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর, ব্রুস কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং একিমভ ন্যানোক্রিস্টাল টেকনোলজি ইনকে কাজ করেন।
মন্তব্য করুন