রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ গুরুতর অসুস্থ, এমন খবর আগেই দিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এবার রমজান কাদিরভের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছে রুশ প্রেসিডেন্টর কার্যালয় ক্রেমলিন।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। যে কোনো ক্ষেত্রেই প্রেসিডেনশিয়াল প্রশাসন খুব কমই স্বাস্থ্য সনদ দিতে পারে। তাই এখানে আপনাদের জানানোর কিছু নেই।
এর আগে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা অ্যান্দ্রিয় ইয়োসোভ দেশটির সংবাদমাধ্যম অবজরিভাটেলকে বলেন, হাসপাতাল ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে রমজান কাদিরভের অবস্থা গুরুতর। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার সেসব অবস্থার অনেক অবনতি হয়ে আশঙ্কাজনক অবস্থার তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের আঘাত পাননি।
ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার এমন কথার পরপর রমজান কাদিরভের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তিনি কোমায় চলে গেছেন, এমন খবরও সামাজিক মাধ্যমে ভাসতে থাকে।
এমন জল্পনার মধ্যেই গতকাল রোববার অজ্ঞাত স্থানে ধারণকৃত রমজান কাদিরভের ছুটি ভিডিও সামনে আসে। প্রথম ভিডিওতে দেখা যায়, তিনি হাসিমুখে পায়চারী করছেন। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, তিনি মানুষকে খেলাধুলার পরামর্শ দিচ্ছেন। তবে এসব ভিডিও ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানাতে পারেনি আলজাজিরা।
মন্তব্য করুন