ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কোস্তিয়ানতিনিভকা শহরটি যুদ্ধেক্ষেত্রের পাশেই অবস্থিত। এটি অধিকৃত বাখমুত শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি বাখমুত পুনর্দখলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে ইউক্রেনীয় বাহিনী।
এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিহত ব্যক্তিরা নিরপরাধ। এ হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যত দ্রুত সম্ভব আমরা রুশ অশুভ শক্তিকে পরাজিত করব।
এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। তবে বেশ আগে থেকেই বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, ঘটনাস্থলে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। হামলায় সৃষ্ট আগুন নেভানো হয়েছে।
আজকের হামলায় একটি বাজার, দোকান ও ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হামলা ও এর পরবর্তী ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে।
এদিকে আজই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে পোল্যান্ড থেকে ট্রেনে করে দুদিনের সফরে কিয়েভে যান তিনি। এ নিয়ে ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো কিয়েভ সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, পাল্টা আক্রমণে বেশ ভালো অগ্রগতি করেছে ইউক্রেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ছাড়াও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য প্রধান প্রধান কর্মকর্তার সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া এবারের সফরে ব্লিঙ্কেন ইউক্রেনের জন্য নতুন করে ১০০ কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা।
মন্তব্য করুন