রাশিয়ার বাহিনীর সামনে টিকতে পারল না যুক্তরাষ্ট্রের নকশা করা অত্যাধুনিক একটি এফ-১৬ যুদ্ধবিমান। হামলা চালিয়ে ওই এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই যুদ্ধবিমানটি মস্কোর বিরুদ্ধে ব্যবহার করছিল ইউক্রেন।
গত বছরের গ্রীষ্মে ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ শুরু করে পশ্চিমারা। এরপর যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টায় সেসব ব্যবহার করছে কিয়েভ। কিন্তু যুদ্ধবিমানগুলো রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারছে না।
এই পরিস্থিতিতে কিয়েভের ব্যবহার করা এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার ঘোষণা দিল রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
রোববার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তবে পুরো ঘটনার বিস্তারিত জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে একটি আন্তঃবিভাগীয় কমিশন গঠনের কথাও জানায় কিয়েভ।
কয়েক মাস ধরে পোকরোভস্ক শহরের দক্ষিণে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে। দোনেৎস্ক অঞ্চলের এ শহরটি দিয়েই মূলত যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইউক্রেন। এখন রুশবাহিনীর মূল লক্ষ্য নোভোপাভলিভকা শহর। তারা এখন সে দিকে অগ্রসর হচ্ছে। খেরসনেও জোরদার হামলা চালাচ্ছে মস্কোর বাহিনী।
রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণাত্মক অভিযান সম্মুখসারিতে তীব্র হয়েছে। তবে সাম্প্রতিক হামলার মাত্রাবৃদ্ধি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বসন্তকালীন আক্রমণের সূচনা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১২ এপ্রিল) এ হামলা হয়। তবে এক্স পোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছেকৃতভাবে গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয়। শনিবার ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দেশটির দূতাবাস অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
মন্তব্য করুন