কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে দুই ব্রিটিশ আইনপ্রণেতা আটক

ব্রিটিশ আইনপ্রণেতা আবতিসাম মোহাম্মদ (বাঁয়ে) ও ইউয়ান ইয়াং (ডানে)। ছবি : সংগৃহীত
ব্রিটিশ আইনপ্রণেতা আবতিসাম মোহাম্মদ (বাঁয়ে) ও ইউয়ান ইয়াং (ডানে)। ছবি : সংগৃহীত

ইসরায়েল কর্তৃপক্ষ দুই ব্রিটিশ আইনপ্রণেতাকে আটক করেছে, যারা ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে গিয়েছিলেন। তবে, সফরের সময় ইসরায়েল তাদের কোনো কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি এবং একপর্যায়ে তাদের আটক করে।

স্থানীয় সময় শনিবার (৬ এপ্রিল) রাতে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।

বিবৃতিতে তিনি জানান, আটক হওয়া দুই আইনপ্রণেতা হলেন ব্রিটিশ লেবার পার্টির সদস্য ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ। তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা এবং ইসরায়েলবিরোধী প্রচারণা চালানোর পরিকল্পনা করছে—এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়।

এই দুই আইনপ্রণেতা, ইয়াং এবং মোহাম্মদ, যথাক্রমে আর্লি ও উডলি এবং শেফিল্ড সেন্ট্রাল এলাকার প্রতিনিধিত্ব করেন। তারা শুক্রবার যুক্তরাজ্যের লুটন থেকে ইসরায়েলে পৌঁছেছিলেন।

ইসরায়েল কর্তৃপক্ষের নজিরবিহীন পদক্ষেপে হতবাক হয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ এমপি ইয়াং ও মোহাম্মদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বাস্তবতা দেখার সুযোগ সংসদ সদস্যদের জন্য খুবই জরুরি।

তারা আরও বলেন, আমরা মাত্র দুইজন এমপি হলেও, সাম্প্রতিক মাসগুলোতে বহু ব্রিটিশ সংসদ সদস্য ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে পার্লামেন্টে সোচ্চার হয়েছেন। হাউজ অব কমন্সে আমাদের ভয়ভীতি ছাড়াই সত্য বলার সুযোগ থাকে।

ওই দুই এমপি জানান, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মানবিক সহায়তা প্রকল্প ও স্থানীয় জনগণের অবস্থা পর্যবেক্ষণে যাচ্ছিলেন। সফরটি পরিচালনায় যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা যুক্ত ছিল, যারা এক দশকের বেশি সময় ধরে দেশটির এমপিদের নিয়ে এ ধরনের সফরের আয়োজন করে আসছে।

তারা বলেন, এই সহযোগিতার জন্য আমরা দাতব্য সংস্থা, ব্রিটিশ দূতাবাস (তেল আবিব), জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট, মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এদিকে, ইসরায়েলে ব্রিটিশ দূতাবাস জানায়, ওই দুই এমপিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ তারা নাকি ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বয়কটের ডাক ও ভুয়া তথ্য ছড়িয়েছেন এবং ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে প্রচার চালিয়েছেন। এমনকি তারা ইসরায়েলবিরোধী প্রচারণাকেও সমর্থন করেছেন।

ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় জানায়, তারা আশঙ্কা করেছিল, দুই এমপি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কার্যক্রম নথিভুক্ত করে ঘৃণা ছড়াতে পারেন বাহিরে গিয়ে। এজন্যই তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে এবং আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য ও গভীর উদ্বেগজনক। ব্রিটিশ সংসদ সদস্যদের এভাবে অসম্মান করা উচিত নয়। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।

তিনি আরও যোগ করেন, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনায় ফিরে আসা।

এ ঘটনার পর, ব্রিটিশ সরকার ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং আটক দুই সদস্যের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত রয়েছে।

এই ঘটনা এবারই প্রথম নয় এর আগে গত বছর ইসরায়েল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে এবং তাকে সেদেশে ঢুকতে দেবে না বলে জানায়। এছাড়াও গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্যকেও ইসরায়েল প্রবেশে বাধা দেওয়া হয়।

প্রসঙ্গত, ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯১৭ সালে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিদের জন্য একটি জাতীয় ঘর বা দেশ প্রতিষ্ঠার সমর্থন জানিয়ে ‘ব্যালফোর ডিক্লারেশন’ প্রকাশ করে। এরপর, ১৯২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত যুক্তরাজ্য ফিলিস্তিন অঞ্চলের শাসনকার্য চালায়।

এই সময়ে, ফিলিস্তিনে ইহুদি ও আরব জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে, ১৯৪৭ সালে, জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি দেশে ভাগ করার প্রস্তাব দেয় এবং ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। তাই, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মার্চ ফর গাজা’র ডাক মাহমুদউল্লাহর

মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ

তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত দল

ঢাবিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে দুই শিক্ষার্থীকে মারধর

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

বাবা-মা সেজে বিক্রির ৭ দিন পর শিশু উদ্ধার

আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

গাজার শাসনভার নিয়ে ফ্রান্সের নতুন বার্তা

পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ

পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ

১০

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার মধ্যে ড. ইউনূসকে জড়িয়ে গুজব 

১১

দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরে নিজেকে ‘আনলাকি’ বললেন নাসির

১২

ভারতীয় সীমান্তে মাটি কাটার দায়ে জরিমানা

১৩

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪৪

১৫

‘পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতির অংশ নয়’

১৬

ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ 

১৭

লিটনদের কোচ হচ্ছেন শন টেইট

১৮

২০২১ সালের পর বিশ্বব্যাপী সর্বনিম্ন তেলের দাম

১৯

ছোট ভাইদের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

২০
X