গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল স্পেনের রাজধানী মাদ্রিদ। বুধবার (১৯ মার্চ) শহরটিতে হাজারো বিক্ষোভকারী ইসরায়েলবিরোধী সমাবেশ করেন। এ সময় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নাগরিক সমাজের সংগঠনগুলোর আহ্বানে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশে ক্যালাও স্কোয়ারে জনতা জড়ো হয়। বিরোধী দল পোদেমোসও এই বিক্ষোভকে সমর্থন করে। তাদের শত শত সমর্থকও এ কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভ চলাকালীন ‘খুনি ইসরায়েল’, ‘ফিলিস্তিনি প্রতিরোধ দীর্ঘজীবী হোক’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ এর মতো স্লোগান শোনা যায়। অনেক বিক্ষোভকারী ইসরায়েলবিরোধী প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি বিক্ষোভকারীরা স্প্যানিশ সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানায়।
যদিও সরকার বারবার বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করা হয়েছে। তবে সলিডারিটি নেটওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য অকুপেশন অফ প্যালেস্টাইন সংগঠনটি ভিন্ন দাবি করেছে। তাদের দাবি, স্পেন ইসরায়েলের সাথে তার অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এদিকে সান সেবাস্তিয়ানসহ অন্যান্য স্প্যানিশ শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে যেতে পারে। দেশটির অ্যাক্টিভিস্টরা আশা করছেন, এ বিক্ষোভ সপ্তাহব্যাপী চলবে।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আবারও ব্যাপক হামলা শুরু করেছে। ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে নারী-শিশুর আর্তনাদে ভারী হয়ে গেছে গাজার আকাশ-বাতাস। এ পরিস্থিতিতেও ইসরায়েলি আক্রমণের অন্যতম গুটি জিম্মিদের মুক্তি দিতে নারাজ হামাস।
এমন তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা শুরু করার পরও জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাস তাদের অবস্থান নরম করছে না। গোষ্ঠীটি এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
জেরুজালেম পোস্টকে গোপন সূত্র জানায়, এই বিষয়ে হামাসের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, কোনো লক্ষণ নেই।
মন্তব্য করুন