কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইব না, তবে মার্কিন সমর্থন জরুরি : ট্রাম্পকে জেলেনস্কি

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডার মুহূর্ত। ছবি : সংগৃহীত।
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডার মুহূর্ত। ছবি : সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য কোনোভাবেই ক্ষমা চাইবেন না।

স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক সাক্ষাৎকারে সিএনবিসিকে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না, তবে একে ‘এটি উভয় পক্ষের জন্যই ভালো নয়’ বলে স্বীকার করেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইব, বিশেষ করে যখন ট্রাম্প দাবি করেছেন যে আমি তাকে অসম্মান করেছি- তখন আমি সোজাসুজি ‘না’ বলেছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে মাকিন সমর্থন জরুরি যার ফলে এ ধরনের প্রকাশ্য সংঘর্ষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।

এছাড়া তিনি জানিয়েছেন যে, তিনি দুঃখিত যে এই বিবাদ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। তবে তিনি আরও বলেন, আমরা সত্যিই চাই যে আমাদের সম্পর্ক শক্তিশালী হোক।

যখন তাকে পুনরায় প্রশ্ন করা হয় যে, তিনি কি এখনো ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন। তখন তিনি বলেন, আমরা অবশ্যই সৎ ও খোলামেলা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। আমি নিশ্চিত নই যে আমরা কোনো ভুল করেছি।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের যুদ্ধ কঠিন

জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেয়, তবে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা ইউক্রেনের জন্য ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়বে। তিনি জানান, এ কারণে আমরা এখানে এসেছি। আপনাদের সহায়তা ছাড়া আমাদের পক্ষে এটি সম্ভব নয়।

তিনি মার্কিন জনগণ এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহায়তায় আমরা পুরো আক্রমণের তিন বছরের মধ্যে বেঁচে থাকতে পেরেছি।

হোয়াইট হাউসে এবং চুক্তির স্থগিতকরণ

বৃহস্পতিবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে তীব্র বিতর্কের সূত্রপাত হয়, যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন যে, ইউক্রেন কূটনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। জেলেনস্কি এই দাবি খণ্ডন করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চুক্তি লঙ্ঘনের কথা তুলে ধরেন।

তবে বিতর্কের পর জেলেনস্কি চুক্তি স্বাক্ষর স্থগিত করেন। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া হতো। কিন্তু জেলেনস্কি চেয়েছিলেন, এর বিনিময়ে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন।

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া

এ ঘটনার পর ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং একাধিক সামাজিক মাধ্যম পোস্টে নিজেদের অবস্থান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন আরও জোরদার করব, যাতে তারা আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক বিভাজন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা : ঢাবি ভিসি 

চট্টগ্রাম কারও একার শহর নয় : মেয়র শাহাদাত

‘অজানা কারণে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি’

প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 

দুই আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২৫

পাকিস্তানের বিপক্ষেও হার, বিশ্বকাপ স্বপ্নের অপেক্ষায় জ্যোতিরা

জবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুই শিশুকে বঁটি দিয়ে হত্যা করেছেন মা : পুলিশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এনসিপির নতুন সাংগঠনিক নীতিমালা, আহ্বায়কের বয়স নির্ধারণ

১০

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, অতঃপর...

১১

শান্তর কণ্ঠে নতুন কিছু দেখানোর বার্তা

১২

শুধু মুসলিম বিশ্বের ঐক্যে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : হুমায়ুন কবির

১৩

‘আ.লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে!’

১৪

রানাকে শান্তর পরামর্শ: ‘১৪০ কিলোমিটার গতির নিচে যেন না নামে’

১৫

নির্বাচনের আগে সরকারের কাছে দুটি কাজ দেখতে চায় এনসিপি

১৬

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ 

১৭

১৩টি পত্রিকার প্রকাশক ও সম্পাদককে শোকজ

১৮

রোববার সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

১৯

শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের

২০
X