রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইব না, তবে মার্কিন সমর্থন জরুরি : ট্রাম্পকে জেলেনস্কি

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডার মুহূর্ত। ছবি : সংগৃহীত।
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডার মুহূর্ত। ছবি : সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য কোনোভাবেই ক্ষমা চাইবেন না।

স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক সাক্ষাৎকারে সিএনবিসিকে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না, তবে একে ‘এটি উভয় পক্ষের জন্যই ভালো নয়’ বলে স্বীকার করেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইব, বিশেষ করে যখন ট্রাম্প দাবি করেছেন যে আমি তাকে অসম্মান করেছি- তখন আমি সোজাসুজি ‘না’ বলেছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে মাকিন সমর্থন জরুরি যার ফলে এ ধরনের প্রকাশ্য সংঘর্ষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।

এছাড়া তিনি জানিয়েছেন যে, তিনি দুঃখিত যে এই বিবাদ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। তবে তিনি আরও বলেন, আমরা সত্যিই চাই যে আমাদের সম্পর্ক শক্তিশালী হোক।

যখন তাকে পুনরায় প্রশ্ন করা হয় যে, তিনি কি এখনো ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন। তখন তিনি বলেন, আমরা অবশ্যই সৎ ও খোলামেলা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। আমি নিশ্চিত নই যে আমরা কোনো ভুল করেছি।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের যুদ্ধ কঠিন

জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেয়, তবে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা ইউক্রেনের জন্য ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়বে। তিনি জানান, এ কারণে আমরা এখানে এসেছি। আপনাদের সহায়তা ছাড়া আমাদের পক্ষে এটি সম্ভব নয়।

তিনি মার্কিন জনগণ এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহায়তায় আমরা পুরো আক্রমণের তিন বছরের মধ্যে বেঁচে থাকতে পেরেছি।

হোয়াইট হাউসে এবং চুক্তির স্থগিতকরণ

বৃহস্পতিবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে তীব্র বিতর্কের সূত্রপাত হয়, যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন যে, ইউক্রেন কূটনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। জেলেনস্কি এই দাবি খণ্ডন করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চুক্তি লঙ্ঘনের কথা তুলে ধরেন।

তবে বিতর্কের পর জেলেনস্কি চুক্তি স্বাক্ষর স্থগিত করেন। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া হতো। কিন্তু জেলেনস্কি চেয়েছিলেন, এর বিনিময়ে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন।

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া

এ ঘটনার পর ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং একাধিক সামাজিক মাধ্যম পোস্টে নিজেদের অবস্থান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন আরও জোরদার করব, যাতে তারা আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফটিয়ে ছাত্রদল নেতা আটক

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ

৭ শহীদ পরিবারের মাঝে সাবেক মন্ত্রী কায়কোবাদের রমজানের উপহার

সংযমের মধ্য দিয়ে সমাজে শান্তি-ইনসাফ ফিরে আসুক : মির্জা ফখরুল

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

তারেক রহমানের বাণী / ‘হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা মুসলমানের কর্তব্য’

সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

বিএনপি নেতার সহযোগিতায় ভারতে পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ভারতের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিভ্রান্তি, বিপাকে দুই সেমিফাইনালিস্ট

‘রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে পদক্ষেপ নিন’

১০

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে পদ্মায় মিলল গৃহবধূর লাশ

১১

জাতীয় পার্টির (জাফর) সভা / ১২ দলীয় জোটের দু-একটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ

১২

রমজানে জবির মসজিদে আয়োজন হবে ইফতার

১৩

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আটজনের বিষপান, ২ জনের মৃত্যু

১৪

পারমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!

১৫

ইংল্যান্ডকে বিধ্বস্ত করেই সেমিতে প্রোটিয়ারা

১৬

‘সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনি’

১৭

সিরিয়াকে দুর্বল করতে নতুন পরিকল্পনা ইসরায়েলের

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা করে বিএনপির উল্টো বিবৃতি

১৯

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X