কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

সবাই পাশে দাঁড়াচ্ছেন জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক দ্বন্দ্বে পরিণত হয়। বৈঠক শেষে তাদের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এ ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। খবর রয়টার্সের।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণকে অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, কানাডা ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, ইউক্রেনের জনগণের চেয়ে কেউ বেশি শান্তি চায় না এবং জার্মানি ও ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়া আক্রমণকারী। ইউক্রেন স্বাধীনতা, মর্যাদা ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে। সবাইকে তাদের সহায়তা ও সম্মান জানাতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভক্তি না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য একটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করা উচিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার ইউক্রেনের জন্য অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তির জন্য তারা কা করবে।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, অস্ট্রেলিয়া ইউক্রেনের পাশে থাকবে, কারণ এটি একটি গণতান্ত্রিক জাতির যুদ্ধ যা রুশ স্বৈরাচারী শাসন পরিচালিত হচ্ছে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লারস লোকে রাসমুসেন এই বৈঠককে ইউক্রেনের জন্য ‘আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এমন পরিস্থিতি কেবল রাশিয়ার লাভে আসে।

রাশিয়ান সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেদেভ ট্রাম্পের আচরণকে ‘একটি বর্বর তিরস্কার’ হিসেবে মন্তব্য করেছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ইউক্রেনের সাহস ও মর্যাদাকে সম্মান জানিয়ে বলেছেন, ‘আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউক্রেন, তোমাদের পাশে আছে স্পেন।

হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান কটাক্ষ করে বলেছেন, শক্তিশালী মানুষ শান্তি আনে, আর দুর্বল নিয়ে আসে যুদ্ধ। আজ ট্রাম্প শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন, যদিও তা কিছু লোকের জন্য বোঝা কষ্টকর।

নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ে ট্রাম্পের মন্তব্যকে অবাস্তব ও অযৌক্তিক হিসেবে সমালোচনা করেছেন এবং ইউক্রেনের প্রতি নরওয়ের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

চেক প্রেসিডেন্ট পেট্র পাভেল বলেছেন, ইউরোপকে উক্রেনের জন্য আরও চেষ্টা বাড়াতে হবে।

এস্তোনিয়ান পররাষ্ট্রমন্ত্রী মারগুস টাসাখনা বলেছেন, শান্তির একমাত্র বাধা হলো রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়া।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তাস্ক এক্সে বলেছেন, ‘প্রিয় ইউক্রেনীয় বন্ধুরা, তোমরা একা নও।’

জার্মান পার্লামেন্টের কনজারভেটিভ পার্টি-গ্রুপের ডেপুটি জোহান ওয়াডেফুল এক্সে বলেছেন, হোয়াইট হাউসের দৃশ্যগুলো বেদনাদায়ক। কীভাবে আপনি যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্টকে আঘাত করতে পারেন? মুক্ত ইউরোপ কখনো ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না!’

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও স্যালভিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, ‘শান্তির জন্য লক্ষ্য রাখো, এই যুদ্ধ বন্ধ করো!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করবে এবি পার্টি

রমজান মাসে দুর্দশায় সিরিয়ানরা

শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপ, চাঞ্চল্যকর তথ্য দিলেন জামিল আহমেদ

রোজায় শরীরকে হাইড্রেট রাখতে করণীয়

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে বাগ্‌বিতণ্ডা, প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেপ্তার ১৪

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

লালমনিরহাটে ওসির বক্তব্য ভাইরাল

ঢাবির ড. মুহম্মদ শহিদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

সড়কে গাছ ফেলে মধ্যরাতে গণডাকাতি

১১

জামিল আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুকীর স্ট্যাটাস

১২

উলফা ক্যাম্প নিয়ে ভারতীয় সংবাদপত্রের খবর সত্য নয়

১৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পরাজয়ে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য!

১৪

রমজান ও ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে ডিবির অ্যাকশন শুরু

১৫

গুলির ভয় উপেক্ষা করে আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়  

১৭

রোজার নিয়ত করতে ভুলে গেলে করণীয় কী

১৮

‘পুলিশ আমাদের অনুমতি ছাড়া ধরলে থানা ঘেরাও করা হবে’

১৯

ট্রাম্প-জেলেনস্কির তর্কে ভীত ইউক্রেনীয়রা

২০
X