কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস, চিকিৎসায় জটিলতা

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত
পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। বর্তমানে তিনি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত। তবে শারীরিক অবস্থার কারণে তার চিকিৎসা জটিল হয়ে পড়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রদিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভ্যাটিকান সিটি থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত। ৮৮ বছর বয়সী পোপের এই শারীরিক অবস্থা তার চিকিৎসাকে আরও জটিল করে তুলেছে। গত এক সপ্তাহ ধরে তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন এবং ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপের বুকের সিটি স্ক্যান করা হয়েছে, যাতে বাইল্যাটারাল নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ ধরা পড়েছে। এই অবস্থায় তাকে অতিরিক্ত ওষুধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাইল্যাটারাল নিউমোনিয়া একটি গুরুতর সংক্রমণ, যা ফুসফুসে প্রদাহ ও দাগ সৃষ্টি করতে পারে এবং শ্বাসপ্রশ্বাসকে কঠিন করে তোলে।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, ল্যাবরেটরি পরীক্ষা, বুকের এক্স-রে এবং পোপের ক্লিনিকাল অবস্থা একটি জটিল চিত্র উপস্থাপন করছে। এছাড়াও পোপ পলিমাইক্রোবিয়াল ইনফেকশনে আক্রান্ত, যা কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক থেরাপির প্রয়োজনীয়তা বাড়িয়েছে এবং চিকিৎসাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

তবে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের মনোবল এখনও অটুট। তিনি তার স্বাস্থ্য সংকট সত্ত্বেও ভালো মনের অবস্থায় রয়েছেন।

পোপ ফ্রান্সিস যৌবনকালে প্লুরিসিতে আক্রান্ত হয়েছিলেন। এর ফলে তার একটি ফুসফুসের অংশ অপসারণ করা হয়েছিল। এই কারণে তিনি ফুসফুসের সংক্রমণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। ভ্যাটিকানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পোপকে ভেন্টিলেটরে রাখা হয়নি এবং তিনি নিজে থেকেই শ্বাস নিচ্ছেন।

ভ্যাটিকান সোমবার জানিয়েছে, পোপের জটিল ক্লিনিকাল অবস্থার কারণে চিকিৎসকরা তার ওষুধের ধরন দ্বিতীয়বারের মতো পরিবর্তন করেছেন। পলিমাইক্রোবিয়াল ইনফেকশন তখনই ঘটে যখন দুই বা ততোধিক অণুজীব সংক্রমণে জড়িত থাকে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের কারণে হতে পারে।

ভ্যাটিকান স্পষ্ট জানিয়েছে, পোপের চিকিৎসার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন তিনি হাসপাতালে থাকবেন।

গত কয়েক বছর ধরে পোপ ফ্রান্সিস বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে নিয়মিত ফ্লু, সায়াটিকা স্নায়ুব্যথা এবং ২০২৩ সালে অস্ত্রোপচার করা পেটের হার্নিয়া।

ভ্যাটিকানের মঙ্গলবারের বিবৃতিতে পোপ ফ্রান্সিস তার জন্য প্রার্থনা ও সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার জন্য প্রার্থনা চেয়ে বলেছেন, কৃতজ্ঞ হৃদয়ে তিনি তার জন্য প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমডি ইকবালকে হত্যার হুমকি

শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

‘কুয়েত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে’

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার

‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুরক্ষা নিশ্চিত করতে হবে’

খুলনায় সুপেয় পানি সরবরাহ বন্ধের হুমকি ওয়াসার শ্রমিকদের

বিশ্বকাপ বাছাইয়ে উইন্ডিজদের কাছে জ্যোতিদের হার

ঢাবির তদন্ত নিয়ে অসন্তোষ / জুলাইয়ে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের পাল্টা কমিটি

ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

৩৬০ ব্যাংক হিসাবে এস আলমের ২৬১৯ কোটি টাকা ফ্রিজ

১১

পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাংলাদেশে, যা বলছে ভারত

১২

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

১৩

স্থাপনা নির্মাণে বিধিমালা না মানলে ব্যবস্থা : রাজউক চেয়ারম্যান

১৪

কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

১৫

জুলাই শহীদ মোস্তফার স্বীকৃতির দাবিতে ঢাবিতে মানববন্ধন

১৬

হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি

১৭

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে : সৈয়দা রিজওয়ানা

১৮

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার জন্য দায়ী প্রধান ৪ সমস্যা

১৯

চোর সন্দেহে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

২০
X