রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রুশ নেতা ইউক্রেন যুদ্ধের অবসান চান। পুতিন মানুষের মৃত্যু বন্ধ দেখতে চান।
ট্রাম্প বলেন, আমি আশা করি যুদ্ধ দ্রুত বন্ধ হবে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তারা তরুণ, সুন্দর মানুষ। ইউক্রেনে এই যুদ্ধ খুবই খারাপ। আমি এই জঘন্য জিনিসটির অবসান চাই।
তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য ট্রাম্প দেননি।
নিউইয়র্ক পোস্টকে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন। গত শনিবার রাতে নিউইয়র্ক পোস্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। খবরে বলা হয়েছে, গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ) বসে ট্রাম্প তাদের ওই সাক্ষাৎকার দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টে ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রকাশের পর রাতে রয়টার্স থেকে এ বিষয়ে জানতে ক্রেমলিন এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত মাসের শেষদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত আছেন। শুক্রবার ট্রাম্প আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য তিনি খুব সম্ভবত আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
মন্তব্য করুন