ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ যুদ্ধ থামানোর তৎপরতা শুরু করেছিলেন। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, ক্ষমতা পেলে তিনি এ যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেবেন।
সবশেষ শনিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনে চলমান যুদ্ধের পরিণতি প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। পুতিনও চান যুদ্ধ দ্রুত শেষ হোক যাতে মানুষ মারা না যায়।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন তিনি। তবে বিস্তারিত কিছু তিনি প্রকাশ করেননি। নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনে এ অমঙ্গলজনক যুদ্ধের অবসান চাই। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এ পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হবে, ততই ভালো।
তিনি আরও জানান, পুতিনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল। সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ বন্ধের পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের নাগরিক।
ক্রেমলিন বা হোয়াইট হাউজ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন। বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে সময় লাগবে। তথ্য : বিবিসি, গার্ডিয়ান
মন্তব্য করুন