মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প বলেছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তার একদিন লাগবে। এরই মধ্যে শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তোড়জোড় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। আর এমন খবরে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে ছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা বিপজ্জনক হতে পারে।

রাশিয়ার সঙ্গে এখনো ইউক্রেনের যুদ্ধ চলমান। কিন্তু এই যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচন চাইছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ বলছেন, দ্রুত ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়া উচিত। বছরের শেষ নাগাদ এই নির্বাচন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের বিশেষ দূতের কথায়, রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি না হলেও ভোটাভুটি হওয়াই বাঞ্ছনীয়। যুদ্ধের মধ্যেও অধিকাংশ গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়ার নজির রয়েছে বলেও জানান তিনি। মার্কিন শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্যের পর অনেকে বলছেন, জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর এমন কিছু ঘটলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন তারা।

এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন, ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তা খুবই বিপজ্জনক হতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক থাকলেও ইউক্রেন নিয়ে আলোচনায় কিয়েভ বাদ থাকলে তা সবার জন্য বিপজ্জনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইউক্রেনকে নির্বাচনে আনতে চাইছেন কেলোগ ও হোয়াইট হাউসের অন্য কর্মকর্তারা। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব দেশে বছরের পর বছর হস্তক্ষেপ করে যাচ্ছে রাশিয়া। তবে নির্বাচন নিয়ে ইউক্রেনের ভেতর থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে, তা এখনো স্পষ্ট নয়।

স্বাভাবিকভাবে গেল বছরই জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ২০২২ সালে মার্শাল ল জারি করায় এখনো নির্বাচন করা যায়নি ইউক্রেনে। এর আগে ২০২৩-২৪ সালে বাইডেন প্রশাসনও নির্বাচনের জন্য জেলেনস্কিকে চাপ দিয়েছিল। তখনও কৌশলে তা এড়িয়ে গিয়েছিলেন জেলেনস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তাই কাল হলো শুল্ক কমিশনার মাহবুবের

বইমেলায় এসেছে মোস্তফা মননের বই ‘শাহজালাল’ 

প্রধান বিচারপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারী ফুটবল ইস্যু: যা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

‘অপকর্ম বন্ধ করুন এতে আওয়ামী ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে’

আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

আট বছরেও শুরু হয়নি সাংবাদিক শিমুল হত্যার বিচার

বিপিএলে অনিয়ম: স্বাধীন তদন্ত কমিটি গঠন

বাকৃবির গবেষণা  / মাছের অব্যবহৃত অংশ থেকে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য

রাজশাহীতে বাসচাপায় নিহত ২

১০

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মির্জা ফখরুল-খসরু

১১

ফাইনালে শুধুই লেজার শো

১২

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, দুই ঘণ্টা পর উদ্ধার

১৩

বাণিজ্যযুদ্ধ শুরু হলে কেউ জিতবে না : যুক্তরাষ্ট্রকে ইইউর হুঁশিয়ারি

১৪

সাফজয়ী ফুটবলার আঁখির নতুন ইনিংস, ভক্তকে বিয়ে করছেন তিনি

১৫

বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ‘আওয়ামী কানেকশন’

১৬

ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৭

প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার

১৮

সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা হলে মানুষ মানবে না : আমিনুল হক 

১৯

কারাগারে সাবেক মন্ত্রীর ফেসবুক চালানোর বিষয়ে জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২০
X