ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফ্রান্সের পশ্চিম অঞ্চলে। পানিতে তলিয়ে গেছে দেশটির রেনেস ভুইচেনসহ বেশ কয়েকটি শহর। ফলে সোমবার (২৭ জানুয়ারি) দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর।
এএফপির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে ফ্রান্স-২৪। স্থানীয় কর্তৃপক্ষ বলছে , গত ৪০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফ্র্যান্স। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি স্বাভাবিক স্তরের ৩.৫ মিটারেরও বেশি অতিক্রম করেছে৷ এমনকি কোথাও কোথাও রাস্তায় নামাতে হয়েছে ছোট নৌকা। এসবে করে উদ্ধারকর্মীরা দুর্গতদের সহায়তা করছেন।
ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য জরুরি পরিষেবার উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এদিকে দেশটিতে তুষারপাতের আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
মন্তব্য করুন