কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

এবার আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প

আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প
আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন। তিনি বলেছেন, যুদ্ধে অবিলম্বে বিরতি আনতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত। যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর কয়েক ঘণ্টা বাকি, তবে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কাজ আগে থেকেই শুরু করেছেন।

ট্রাম্পের পরিকল্পনা

ট্রাম্প তার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বলেছেন তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না। শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে।

যুদ্ধবিরতির আহ্বান

গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে।’ এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে। তিনি মনে করেন, এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত ব্যয় করছে। আর চীন বিশ্ববাণিজ্যে এগিয়ে যাচ্ছে।

ন্যাটো ত্যাগের হুমকি

যুদ্ধ বন্ধে ইউক্রেনে সামরিক সহায়তা ও যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন ট্রাম্প। এই মন্তব্যে ইউক্রেন, ন্যাটো জোটের মিত্ররা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহল উদ্বিগ্ন হয়ে পড়ে। কারণ ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে পারে।

রাশিয়ার প্রতিক্রিয়া

রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পিছিয়ে দিলে যুদ্ধ বন্ধ হবে না। তারা এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে বিবেচনা করেছেন। তাদের মতে, যুদ্ধের প্রকৃত কারণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যাগুলোর গভীরে গিয়ে সমাধান খুঁজতে হবে। মূল সমস্যার সমাধান করতে হবে।

জেলেনস্কির সতর্ক বার্তা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, তিনি রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে পারবেন। তার মতে, ট্রাম্প ও ইউরোপের সহযোগিতায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যদি ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পায়, পুতিন আবারও আক্রমণ করতে পারেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উসকানি দিয়ে এই যুদ্ধ শুরু করতে সাহায্য করেছে। রাশিয়া যুদ্ধের মাধ্যমে তার ভূরাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার চেষ্টা করছে। যুদ্ধের কারণে ডলারের ব্যবহার কমছে, আবার রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ ট্রাম্পের ওপর নির্ভর করছে। তবে ট্রাম্পের একক প্রচেষ্টায় যুদ্ধ থামানো কঠিন হতে পারে। কারণ এ যুদ্ধে জটিল ভূরাজনৈতিক, একাধিক দেশ ও শক্তির মধ্যে দীর্ঘমেয়াদি দ্বন্দ্ব রয়েছে।

এদিকে গাজায় ১৫ মাস ধরে চলা ভয়াবহ সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি বাস্তবায়নে প্রধান ভূমিকা পালনকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ কৃতিত্ব দেওয়া হচ্ছে। যদিও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও এই চুক্তির সঙ্গে যুক্ত ছিল। তবে ট্রাম্পের কূটনৈতিক চাপ ও রাজনৈতিক প্রভাবকেই এর মূল চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বাইডেন প্রশাসন বিদায়ী অবস্থায় থাকলেও নির্বাচন ট্রাম্পের জয়লাভের পরই যুদ্ধবিরতির বিষয়টি সক্রিয়ভাবে এগিয়েছে। এটি স্পষ্ট, ট্রাম্পের রাজনৈতিক প্রতিশ্রুতি যুদ্ধবিরতি নিশ্চিত করতে একটি বড় ভূমিকা রেখেছে। তবে এই চুক্তি বাস্তবায়ন ও তার দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে এখনও কিছু সংশয় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের মাজারে আইইবি ও এ্যাবের শ্রদ্ধা নিবেদন

রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিয়ে করলেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬১৭ মামলা

বিদ্যালয়ের সামনে কসাইখানার দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব

আ.লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম : প্রেস সচিব

২৮ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল 

কেশবপুরে বিএনপির পথসভা ও মিছিল 

অদৃশ্যভাবে খুবই ভালো কাজ করছে কর্মসংস্থান ব্যাংক : গভর্নর 

১০

শীতার্তদের মাঝে রোকেয়া এগ্রো ফার্মের কম্বল বিতরণ

১১

আম গাছে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

১২

৯ বছরেও সংস্কার হয়নি সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ 

১৩

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় : রিজভী

১৪

কমলাপুরে দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ 

১৫

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

১৬

আজ পর্দা নামছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

১৭

জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

১৮

মেসির দুর্দান্ত গোলে মাশ্চেরানো অধ্যায় শুরু মায়ামিতে

১৯

‘সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে’

২০
X